Bardhaman News | Fish: দামোদরের মাছ গেল কই! মাছ ধরতে এসে কী পাচ্ছেন মৎস্যজীবীরা? জানলে অবাক হবেন

Last Updated:

Bardhaman News | Fish: মাছ ধরে সুখে খাবে! কিন্তু কোথায় গেল দামোদরের সব মাছ! ঘটনা জানলে অবাক হবেন

+
নদীতে

নদীতে মাছ ধরা

#পূর্ব বর্ধমান : মাছও ধরিব, আমি খাইবো সুখে, এটি একটি বহুল জনপ্রিয় ছড়া। মাছ তাঁরাও ধরেন তবে সুখে খাওয়ার দিন বোধয় চলে গিয়েছে। আজও তাঁরা প্রতিদিন মাছ ধরার সরঞ্জাম নিয়ে সকাল হলেই চলে আসেন দামোদরে। জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে। দামোদরে এসে প্রতিদিন যেটুকু মাছ ধরেন তা বাজারে বিক্রি করেই চলে সংসার। আগে সুখের দিন ছিল । প্রতিদিন গড়ে হয়ত মাছ পেতেন ৫০ থেকে ৬০ কেজি। তবে আজ আর তত পরিমাণ মাছ মেলে না।
তবে পেশার প্রতি ভালবাসা রেখে পুরনো ছড়াকে আগলে রেখে তারা আজও মাছ ধরে চলেন দামোদরের মানা গৌতমপুর এলাকায় । অনেকের কাছে সরকারি লাইসেন্স আছে আবার অনেকের কাছেই হয়ত নেই, তবে তার পরও মাছ ধরেই জীবিকা নির্বাহ করছেন বেশ কিছু মৎসজীবী । বোয়াল, চিংড়ি, রুই, কাতলা এছাড়াও অনেক মাছ পাওয়া যায় এই দামোদরে । এগুলো মৎস্যজীবীরা বিক্রি করেন আরতে।
advertisement
advertisement
মৎস্যজীবীরা বলেন, জীবনে ঝুঁকি নিয়েই মাছ ধরতে আসেন তারা প্রতিদিন । আর প্রতিদিনই যে একই রকম মাছ পাওয়া যায়, তাও নয় । কখনও ১০ কেজি কখনও কুড়ি কেজি তো কখনও ৩০ কেজি মাছ ওঠে। আগে অনেক বেশি মাছ আসত এই দামোদর থেকে। বিক্রি করে ভালই লাভের মুখ দেখতেন তাঁরা। তবে এখন মাছ বিক্রি করে সেভাবে লাভ হয় না। সংসার চালানোর তাগিদে তাই জীবনে ঝুঁকি নিয়ে প্রতিদিনই আসতে হয় এই দামোদরে ।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News | Fish: দামোদরের মাছ গেল কই! মাছ ধরতে এসে কী পাচ্ছেন মৎস্যজীবীরা? জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement