East Burdwan News: মাত্র ৬৯৯টাকায় ৪০ রকমের খাবার! পুজো স্পেশ্যাল একেই বলে

Last Updated:

মাত্র ৬৯৯এ পেয়ে যান বার্বিকিউ, ইন্ডিয়ান, চাইনিজ, রকমারি ডেজার্ট। সব মিলিয়ে ৪০রকমের খাবার পেয়ে যাবেন আপনি। এটা তো গেল আমিষের কথা৷ নিরামিষ ভেজ নিতে চাইলে আপনাকে মাত্র ৬৪৯ দিতে হবে৷ তাতেই আপনি পেয়ে যাবেন ৪০রকমের খাবার।

+
title=

#পূর্ব বর্ধমান: পুজোয় ডান হাতের কাজ বন্ধ রাখা যায় না। ভোজনপ্রিয় বাঙালির কাছে এটা প্রায় দুঃসাধ্য। যাঁরা সারা বছর কড়া ডায়েটে থাকেন, তাঁরাও এই কটা দিন একটু ঢিলে দেন। কারণ পুজো তো বছরে একবারই আসে। তাই জমিয়ে না খেলে যেন পুজোটাই মাটি। বর্ধমানে রেস্তোরাঁ রয়েছে অনেক। তার মধ্যে বিশেষ ভাবে বলতে হয় একটি রেস্তোরার কথা যেখানে ৬৯৯ টাকায় মিলছে ৪০টি পদ৷
আরও পড়ুন Jalpaiguri News- ব্যাপক ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল তোরণসহ প্যান্ডেল! বিপাকে দর্শনার্থীরা
পুজো মানেই এই রেস্তোরাঁতে যান বহু মানুষ। এই রেস্তোরাঁতে রয়েছে বুফে সিস্টেম। মাত্র ৬৯৯এ পেয়ে যান বার্বিকিউ, ইন্ডিয়ান, চাইনিজ, রকমারি ডেজার্ট। সব মিলিয়ে ৪০রকমের খাবার পেয়ে যাবেন আপনি। এটা তো গেল আমিষের কথা৷ নিরামিষ ভেজ নিতে চাইলে আপনাকে মাত্র ৬৪৯ দিতে হবে৷ তাতেই আপনি পেয়ে যাবেন ৪০রকমের খাবার। তবে আগে থেকে বুকিং করে নিতে হবে। অবশ্য বুকিং না করলেও ভাগ্য ভাল থাকলে সিট পেয়ে যেতে পারেন আপনিও।
advertisement
advertisement
 
মেনুতে থাকছে ৬রকমের স্টার্টার, মেইন কোর্সে ৬ রকম৷ থাকছে দুরকমের ফল, সালাড৷ শেষ পাতে থাকছে আইস ক্রিম, পেস্ট্রি, মিষ্টি ইত্যাদি। এই রেস্তোরাঁয় অবশ্যই বুকিং করে আসতে হবে। খাবার খাওয়ার সময় দুপুর ১২ টা থেকে ২টো৷ দুপুরের আরও একটি স্লট ২টো থেকে ৪এ। এছাড়াও সন্ধে বেলা ৭টা থেকে ৯ টা পর্যন্ত। এই চারটি সময়ের মধ্যে যে কোনও একটি সময় পছন্দ করে নিন আর চলে আসুন পেট পুজো করতে। এই পুজোয় অন্যরকম কিছু খাবার ট্রাই করতে চাইলে চলে আসুন এই রেস্তোরাঁয়।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: মাত্র ৬৯৯টাকায় ৪০ রকমের খাবার! পুজো স্পেশ্যাল একেই বলে
Next Article
advertisement
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট 'অবৈধ' ঘোষণা করল কর্তৃপক্ষ
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! পাসপোর্ট 'অবৈধ'
  • এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়, কারণ তাঁর পাসপোর্টকে অবৈধ বলা হয়.

  • চিনা কর্তৃপক্ষ দাবি করে, মহিলার জন্মস্থান অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড, তাই তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়.

  • মহিলা অভিযোগ করেন, তাঁকে নতুন টিকিট কিনতে বাধ্য করা হয় এবং ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি শহর ছাড়েন.

VIEW MORE
advertisement
advertisement