আগামী সোমবার থেকে শুধু অফিসটাইমেই চলবে বেসরকারি বাস
Last Updated:
#কলকাতা: আগামী সপ্তাহের সোমবার থেকে শুধুমাত্র অফিসটাইমে বেসরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসের ভাড়া না বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে প্রতীকী প্রতিবাদ। সকালে ৮টা থেকে ১১ টা পর্যন্ত ও বিকেল ৪ টে থেকে সন্ধে ৭ টা পর্যন্ত রাস্তায় বাস চলবে!
সংগঠনের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও বসরকারি বাসের ভাড়া বাড়েনি। কাজেই ৩ দিনের প্রতীকী প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংগঠন। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি থাকবে প্রতিবাদ। বৃহস্পতিবার শহরে প্রতিবাদ মিছিলও হবে। এই মুহূর্তে কলকাতা ও দুই ২৪ পরগনায় ৬ হাজার বাস চলে।
advertisement
advertisement
Location :
First Published :
October 25, 2018 7:42 PM IST