করোনা অতিমারির জের, সংসদ ভবনে হবে না শীতকালীন অধিবেশন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
করোনা অতিমারির জেরে সংসদ ভবনে এবার হবে না শীতকালীন অধিবেশন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী একথা জানিয়েছেন।
#নয়াদিল্লি: আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত আশঙ্কা সত্যি হল। করোনা অতিমারির জেরে সংসদ ভবনে এবার হবে না শীতকালীন অধিবেশন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী একথা জানিয়েছেন। সব দলের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত জানিয়েছেন মন্ত্রী। একেবারে জানুয়ারিতে বাজেট অধিবেশনের সময় হবে শীতকালীন অধিবেশন।
করোনা আবার মাথাচাড়া দিয়েছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভ্যাকসিন শেষ পর্যায় হলেও এই মুহূর্তে বাজারে নেই। সাবধানতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত। সংসদে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার কথা ভাবা হলেও সেই প্রক্রিয়া যে একেবারে সুরক্ষিত তা নয়। উল্টে সংক্রমণ বেড়ে যেতে পারে। যদিও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কৃষক আইন নিয়ে অধিবেশনে আলোচনা চেয়েছিলেন,কিন্তু আপাতত তা আর হচ্ছে না। তাঁকে চিঠি দিয়ে ব্যাখ্যা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী। উল্লেখ্য বর্ষাকালীন অধিবেশনও এবার সময় মত করা যায়নি। জুলাইয়ের বদলে সেপ্টেম্বরে করতে হয়। নির্ধারিত দিনে থেকে দশ দিন কম চলে ওই অধিবেশন।
Location :
First Published :
December 15, 2020 2:44 PM IST