ফোনে নীতিশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Last Updated:

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখে, সরাসরি নীতিশকুমারকে ফোন করে বসলেন প্রধানমন্ত্রী ৷ ফোনের মধ্যে দিয়েই সাফল্যের শুভেচ্ছা জানালেন মোদি ৷

#নয়াদিল্লি:  সহিষ্ণুতা ও অসহিষ্ণুতা নিয়ে তুমুল বিতর্ক গোটা দেশে ৷ রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশের সংস্কৃতি মহলও উত্তাল ৷ সবাই নিজের মতামত প্রকাশে এগিয়ে এসেছেন নিজের মতো করে ৷ তবে সব মতামতকে এক পাশে সরিয়ে বিহারের মানুষ যেন সহিষ্ণুতার ঝান্ডাই উড়িয়ে দিলেন গোটা বিহার রাজ্যে ৷  তৃতীয়বারের মতো নীতিশ কুমারকে বিহারের মসনদে জিতিয়ে সহিষ্ণুতাকেই যেন গোটা দেশে  ছড়িয়ে দিল বিহারবাসী ৷ আর সেই সাফল্যেকই উৎসবের রূপ দিয়ে ট্যুইটারে উপচে পড়ল শুভেচ্ছাবার্তা ৷
বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখে, সরাসরি নীতিশকুমারকে ফোন করে বসলেন প্রধানমন্ত্রী ৷ ফোনের মধ্যে দিয়েই সাফল্যের শুভেচ্ছা জানালেন মোদি ৷ ফোন করে নীতিশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন সোনিয়া গান্ধীও ৷ লালু- নীতিশকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মুলায়াম সিং যাদবও ৷ অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তার সঙ্গে জানিয়ে দিলেন ‘বিহারের এই জয় সহিষ্ণুতার জয়৷ পরাজয় ঘটল অসহিষ্ণুতার ৷ ’ আরজেডি-র পক্ষ থেকে জানানো হল, ‘বিহারবাসীর এই জয় আসলে অপমানের বদলা ৷ অসহিষ্ণুতাকে জবাব দিয়েছে বিহারের মানুষজন ৷’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে জানিয়েছেন, ‘শুভেচ্ছা নীতিশ কুমার ৷ এটাই প্রত্যাশিত ছিল৷’ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, ‘শুভেচ্ছা নীতিশ ৷ এই জয় ঐতিহাসিক ৷ এই জয় দীপাবলির সবচেয়ে বড় উপহার’ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কথায়, ‘ভারতীয় রাজনীতির পক্ষে এই জয় একেবারে টার্নিং পয়েন্ট ৷’
advertisement
নীতিশকুমার অবশ্য এই জয়কে উৎস্বর্গ করেছে বিহারবাসীদের উদ্দেশ্যে ৷ ট্যুইটে নীতিশকুমার জানিয়েছেন, ‘ধন্যবাদ বিহারবাসী৷ এই জয় আপনাদের ৷’ লালু প্রসাদ যাদবও নীতিশের সুরেই ধন্যবাদ জানিয়েছেন বিহারবাসীকে ৷
advertisement
বাংলা খবর/ খবর/রাজনীতি/
ফোনে নীতিশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement