ফোনে নীতিশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Last Updated:

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখে, সরাসরি নীতিশকুমারকে ফোন করে বসলেন প্রধানমন্ত্রী ৷ ফোনের মধ্যে দিয়েই সাফল্যের শুভেচ্ছা জানালেন মোদি ৷

#নয়াদিল্লি:  সহিষ্ণুতা ও অসহিষ্ণুতা নিয়ে তুমুল বিতর্ক গোটা দেশে ৷ রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশের সংস্কৃতি মহলও উত্তাল ৷ সবাই নিজের মতামত প্রকাশে এগিয়ে এসেছেন নিজের মতো করে ৷ তবে সব মতামতকে এক পাশে সরিয়ে বিহারের মানুষ যেন সহিষ্ণুতার ঝান্ডাই উড়িয়ে দিলেন গোটা বিহার রাজ্যে ৷  তৃতীয়বারের মতো নীতিশ কুমারকে বিহারের মসনদে জিতিয়ে সহিষ্ণুতাকেই যেন গোটা দেশে  ছড়িয়ে দিল বিহারবাসী ৷ আর সেই সাফল্যেকই উৎসবের রূপ দিয়ে ট্যুইটারে উপচে পড়ল শুভেচ্ছাবার্তা ৷
বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখে, সরাসরি নীতিশকুমারকে ফোন করে বসলেন প্রধানমন্ত্রী ৷ ফোনের মধ্যে দিয়েই সাফল্যের শুভেচ্ছা জানালেন মোদি ৷ ফোন করে নীতিশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন সোনিয়া গান্ধীও ৷ লালু- নীতিশকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মুলায়াম সিং যাদবও ৷ অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তার সঙ্গে জানিয়ে দিলেন ‘বিহারের এই জয় সহিষ্ণুতার জয়৷ পরাজয় ঘটল অসহিষ্ণুতার ৷ ’ আরজেডি-র পক্ষ থেকে জানানো হল, ‘বিহারবাসীর এই জয় আসলে অপমানের বদলা ৷ অসহিষ্ণুতাকে জবাব দিয়েছে বিহারের মানুষজন ৷’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে জানিয়েছেন, ‘শুভেচ্ছা নীতিশ কুমার ৷ এটাই প্রত্যাশিত ছিল৷’ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, ‘শুভেচ্ছা নীতিশ ৷ এই জয় ঐতিহাসিক ৷ এই জয় দীপাবলির সবচেয়ে বড় উপহার’ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কথায়, ‘ভারতীয় রাজনীতির পক্ষে এই জয় একেবারে টার্নিং পয়েন্ট ৷’
advertisement
নীতিশকুমার অবশ্য এই জয়কে উৎস্বর্গ করেছে বিহারবাসীদের উদ্দেশ্যে ৷ ট্যুইটে নীতিশকুমার জানিয়েছেন, ‘ধন্যবাদ বিহারবাসী৷ এই জয় আপনাদের ৷’ লালু প্রসাদ যাদবও নীতিশের সুরেই ধন্যবাদ জানিয়েছেন বিহারবাসীকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/রাজনীতি/
ফোনে নীতিশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement