অসহিষ্ণুতা অর্থনীতিতে বিপদ সঙ্কেত: মনমোহন

Last Updated:

অসহিষ্ণুতার প্রশ্নে ফের জোরদার ধাক্কা খেল মোদি সরকার৷ এই বিষয়ে বিরোধীদের তুমুল সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ ‘হিংসাত্মক উগ্রবাদী’ বলে, সোজাসুজি আক্রমন করলেন বিজেপি-আরএসএসকে৷ সঙ্গে স্পষ্টই জানালেন অসহিষ্ণুতা দেশিয় অর্থনীতির জন্য অশনি সঙ্কেত৷

#নয়াদিল্লি: অসহিষ্ণুতার প্রশ্নে ফের জোরদার ধাক্কা খেল মোদি সরকার৷ এই বিষয়ে বিরোধীদের তুমুল সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ ‘হিংসাত্মক উগ্রবাদী’ বলে, সোজাসুজি আক্রমন করলেন বিজেপি-আরএসএসকে৷ সঙ্গে স্পষ্টই জানালেন অসহিষ্ণুতা দেশিয় অর্থনীতির জন্য অশনি সঙ্কেত৷
জওহরলাল নেহরুর ১২৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মনমোহন সিং৷ সেখানেই দেওয়া বক্তৃতায় উল্লেখ করেন, ‘গত ১৭ মাসে অনেকটাই এগিয়েছে দেশের অর্থনীতি৷ কিন্তু যেভাবে দিনের পর দিন নানা মহলে অসহিষ্ণুতা নিয়ে সমালোচনার ঝড় উঠছে, যেভাবে নানা মহল থেকে তীব্র সমালোচনা করা হচ্ছে মোদি সরকার ও আরএসএসকে, তার প্রভাব শুধু দেশিয় রাজনীতিতে নয়, পরতে পারে দেশিয় অর্থনীতিতেও৷ যা মোটেই দেশের পক্ষে শুভ সঙ্কেত নয়৷’ সঙ্গে মনমোহন সিং এও জানান, ‘যে কোনও উন্নত দেশের রাজনৈতিক পদক্ষেপই হল নতুন উদ্যেগ, মুক্ত সমাজ ও উদার রাজনীতি৷ দেশের মানুষ যখন চিন্তাভাবনা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন তখনই সব দিকে দেশ এগিয়ে যাবে৷ বাকস্বাধীনতার কণ্ঠরোধ তাই অর্থনীতির বিকাশের পক্ষে বিপদজনক৷’
advertisement
মোদি সরকারের শুধু  সমালোচনা নয়, সঙ্গে মনমোহন সিং এও জানান, ‘অর্থনীতির সব সূচকই জানায়, ১৭ মাস আগে ইউপিএ সরকারের তুলনায় ভারতের অর্থনীতি এখন ভালো জায়গায় রয়েছে৷’ তবে বার বরাই অসহিষ্ণুতার প্রশ্নে মনমোহন বেশ উদ্বেগও প্রকাশ করেছেন, তাঁর বক্তব্যে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/রাজনীতি/
অসহিষ্ণুতা অর্থনীতিতে বিপদ সঙ্কেত: মনমোহন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement