বিজেপির মন্ত্রীসভায় স্থান পেলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক

Last Updated:

বিজেপিতে যোগদান করলেন কংগ্রেস নেতা ।

#আহমেদাবাদ: আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের খুঁটি শক্ত করতে এবার আরও একধাপ এগোল ভারতীয় জনতা পার্টি । কংগ্রেস নেতা কুয়ারজী বাভালিয়াকে শুধুমাত্র দলে আমন্ত্রণ জানিয়েই থেমে থাকেনি তারা, মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মন্ত্রীসভায় একটি পদও তাঁকে দিয়েছে শাসক দল ।
বেশ কয়েকদিন ধরেই কংগ্রেসের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছিলেন জসদানের প্রাক্তন কংগ্রেস বিধায়ক । এরপরেই কংগ্রেস থেকে ইস্তফা দেন তিনি ও বিজেপিতে যোগ দেন । যোগদানের কয়েক ঘন্টা পরেই তাকে মন্ত্রীপদ দেওয়া হয় ।
advertisement
advertisement
প্রসঙ্গত, বাভালিয়া গুজরাতের সৌরাষ্ট্র জেলার বাসিন্দা ও ২০১৭ এর বিধানসভা নির্বাচনে সৌরাষ্ট্রের বেশ কয়েকটি আসন হারায় বিজেপি । এছাড়াও গুজরাতের কোলি প্যাটেল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিনি । গুজরাতের কোলি সংগঠনের সভাপতিত্বও করে থাকেন বাভালিয়া । এর আগে তিনি পাঁচবার বিধায়ক পদে ছিলেন তিনি । গুজরাত নির্বাচনের পরেই তিনি বিরোধীপক্ষের নেতৃত্ব করার জন্য আবেদন জানান, কিন্তু রাহুল গান্ধীর নির্দেশে সেই পদে যুবনেতা পরেশ ধনানিকে নিযুক্ত করা হয় । যদিও তার ফলেই এতবড় সিদ্ধান্ত কিনা, তা এখনো স্পষ্ট হয়নি ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/রাজনীতি/
বিজেপির মন্ত্রীসভায় স্থান পেলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement