বিজেপির মন্ত্রীসভায় স্থান পেলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক
Last Updated:
বিজেপিতে যোগদান করলেন কংগ্রেস নেতা ।
#আহমেদাবাদ: আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের খুঁটি শক্ত করতে এবার আরও একধাপ এগোল ভারতীয় জনতা পার্টি । কংগ্রেস নেতা কুয়ারজী বাভালিয়াকে শুধুমাত্র দলে আমন্ত্রণ জানিয়েই থেমে থাকেনি তারা, মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মন্ত্রীসভায় একটি পদও তাঁকে দিয়েছে শাসক দল ।
বেশ কয়েকদিন ধরেই কংগ্রেসের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছিলেন জসদানের প্রাক্তন কংগ্রেস বিধায়ক । এরপরেই কংগ্রেস থেকে ইস্তফা দেন তিনি ও বিজেপিতে যোগ দেন । যোগদানের কয়েক ঘন্টা পরেই তাকে মন্ত্রীপদ দেওয়া হয় ।
advertisement
advertisement
প্রসঙ্গত, বাভালিয়া গুজরাতের সৌরাষ্ট্র জেলার বাসিন্দা ও ২০১৭ এর বিধানসভা নির্বাচনে সৌরাষ্ট্রের বেশ কয়েকটি আসন হারায় বিজেপি । এছাড়াও গুজরাতের কোলি প্যাটেল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিনি । গুজরাতের কোলি সংগঠনের সভাপতিত্বও করে থাকেন বাভালিয়া । এর আগে তিনি পাঁচবার বিধায়ক পদে ছিলেন তিনি । গুজরাত নির্বাচনের পরেই তিনি বিরোধীপক্ষের নেতৃত্ব করার জন্য আবেদন জানান, কিন্তু রাহুল গান্ধীর নির্দেশে সেই পদে যুবনেতা পরেশ ধনানিকে নিযুক্ত করা হয় । যদিও তার ফলেই এতবড় সিদ্ধান্ত কিনা, তা এখনো স্পষ্ট হয়নি ।
advertisement
Location :
First Published :
July 04, 2018 1:59 PM IST