দুর্নীতি নিয়ে মমতার বিরুদ্ধে অভিযোগ অমিতের, ক্ষমা চাইতে হবে নয়তো আইনানুগ ব্যবস্থা : ডেরেক
Last Updated:
#কলকাতা: রাজ্যে এসে তৃণমূল সরকারের উদ্দেশ্যে কটাক্ষ এবং বাংলার সরকার দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তারই পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ও ব্রায়েন সাংবাদিক সম্মেলনে বলেন বাংলাকে অপমান করছেন অমিত শাহ ৷ বাংলার সংস্কৃতিকে অপমান করেছেন তিনি ৷ শুধু তাই নয়, অমিত শাহের করা দুর্নীতির অভিযোগও ভিত্তিহীন বলেও অমিতের বক্তব্যর পাল্টা দিয়েছেন ডেরেক ৷ শুধু তাই নয় রাজ্যকে নিয়ে অমিত শাহের আরও বেশ কিছু বক্তব্যে সঠিক নয় ৷ এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন ডেরেক ৷ ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থাও যে নেবে তৃণমূল, সেটাই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের নেতা ৷
Location :
First Published :
August 11, 2018 5:02 PM IST