কেন স্ত্রীকে খুন করলেন সরকারি অফিসার দিবাকর? এখনও ধোঁয়াশায় পুলিশ
Last Updated:
স্ত্রীকে কেন খুন করলেন আবগারি অফিসার দিবাকর ঘোষ? চারদিন পরেও ধোঁয়াশায় পুলিশ। খুনে অভিযুক্ত দিবাকরকে ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বালুরঘাট জেলা আদালত।
#বালুরঘাট: স্ত্রীকে কেন খুন করলেন আবগারি অফিসার দিবাকর ঘোষ? চারদিন পরেও ধোঁয়াশায় পুলিশ। খুনে অভিযুক্ত দিবাকরকে ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বালুরঘাট জেলা আদালত। তবে দিবাকরের মা অর্চনা ঘোষের নাগাল পাওয়া যায়নি। খোঁজ নেই দিবাকর-অনন্যার শিশুকন্যারও।
১০ জুন বালুরঘাটের পতিরামে খুন হন অনন্যা ঘোষ। দু’দিন গা ঢাকা দিয়ে থাকার পর, মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়েন আবগারি অফিসার দিবাকর ঘোষ। খুনের তদন্তে নেমে পুলিশের অনুমান, লোহার রড বা ভারী কিছু বস্তু দিয়ে জোরে আঘাত করা হয়েছে।
advertisement
advertisement
-মুখ থেঁতলানো, আঘাত রয়েছে মাথায়। শরীরের ২২ থেকে ২৫ জায়গায় আঘাতের চিহ্ন। হাত-পায়ের হাড় ভাঙা। হাঁটু ও কনুইয়ের চামড়াও উঠে গিয়েছে।
দিবাকরের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও ৪৯৮এ ধারায় গৃহবধূ নির্যাতনের মামলা দায়ের করেছে পুলিশ ৷
advertisement
গাড়িতেই অনন্যাকে খুন করা হয়েছে বলে পুলিশ একপ্রকার নিশ্চিত হলেও, অভিযুক্ত পুলিশকে বিভ্রান্ত করতে চাইছে। সূত্রের খবর, দিবাকর পুলিশকে জানিয়েছেন, গাড়িতে উঠতে গিয়ে দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। এদিকে, খুনে আরেক অভিযুক্ত দিবাকরের মা অর্চনা ঘোষের এখনও কোনও খোঁজ নেই। অনন্যার মেয়েরও হদিশ মিলছে না। যা নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। নাতনির কথা ভেবে উদ্বিগ্ন অনন্যার বাবা অমলেন্দু দত্ত রায়।
advertisement
খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জট খুলতে চায় পুলিশ।
Location :
First Published :
June 13, 2018 6:56 PM IST