NRS-এ কুকুর ছানাদের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

Last Updated:
#কলকাতা: ১৬টি কুকুর ছানাকে পিটিয়ে ‘খুন’ ৷ তারপর বর্জ্য ফেলার প্লাস্টিকে মুড়ে ভরদুপুরে এনআরএস হাসপাতাল চত্বরেই ফেলে দেওয়া হয় ৷ নৃশংসতার এমন নমুনা দেখে শিউরে উঠছেন অনেকেই। মা-কুকুরশাবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও সোমবার সকালে তারও মৃত্যু হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এন্টালি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে পশুদের মারধর ও তথ্য লোপাটের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ইতিমধ্যেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কুকুর নিধনের এই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করেছে এনআরএস কর্তৃপক্ষ ৷ ভিডিও ফুটেজে দেখানো জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে ইতিমধ্যেই ৷ এনআরএসের সেই সিসিটিভি ফুটেজ দেখবে পুলিশও ৷ সন্দেহভাজন মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
advertisement
advertisement
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে ৷ গতকাল দেড়টা নাগাদ হাসপাতাল চত্বরে সাদা বস্তা নিয়ে আসেন দুই মহিলা ৷ বস্তার মধ্যেই কালো প্লাস্টিকে মোড়া ছিল ১৬টি কুকুর শাবকের দেহ ৷ ওই দুই মহিলা হাসপাতালের সেন্টিনারি বিল্ডিংয়ের সামনে প্লাস্টিকগুলি ফেলে দেন ৷
অন্যদিকে, এনআরএসে মৃত কুকুরছানাদের ময়নাতদন্তের জন্য বেলগাছিয়া পশু হাসপাতালে পাঠানো হয়েছে মৃত কুকুর শাবকদের দেহ ৷ শুধুমাত্র লাঠি দিয়েই পিটিয়েই খুন করা হয়েছে নাকি বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে ? সেটিও খতিয়ে দেখা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS-এ কুকুর ছানাদের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement