ভারতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র পতন, সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর
Last Updated:
#নয়াদিল্লি: সোমবার সকালটা সংসদীয় গণতন্ত্রের জন্য একটি শোকস্তব্ধ দিন ৷ প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ৷ দীর্ঘ রোগভোগের পর সোমবার সকালে ৮:১৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল ৮৯ বছর ৷ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্য থেকে জাতীয় রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন
advertisement
লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্যুতে শোকবার্তায় তিনি লেখেন, ‘ভারতীয় রাজনীতির উজ্বল নক্ষত্র ছিলেন প্রাক্তন সাংসদ ও স্পিকার শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় ৷ সংসদীয় গণন্ত্রকে সমৃদ্ধ করেছেন তিনি ৷ পিছিয়ে পড়া মানুষের স্বার্থে সবসময় সরব থেকেছেন তিনি ৷ তাঁর প্রয়াণে আমি শোকস্তব্ধ ৷ তাঁর পরিবার ও অনুগামীদেরকে আমার সমবেদনা জানাচ্ছি ৷’
advertisement
আরও পড়ুন
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সোমনাথবাবু ৷ এদিন সকালে মিন্টোপার্কের এক বেসরকারি নার্সিংহোমে জীবনাবসান হয় একসময়ের এই দাপুটে বাম নেতার ৷
Former MP and Speaker Shri Somnath Chatterjee was a stalwart of Indian politics. He made our Parliamentary democracy richer and was a strong voice for the well-being of the poor and vulnerable. Anguished by his demise. My thoughts are with his family and supporters.
— Narendra Modi (@narendramodi) August 13, 2018
advertisement
Location :
First Published :
August 13, 2018 10:16 AM IST