রাজ্য সরকারগুলি চাইলেই লিটার প্রতি ২.৬৫ টাকা কমতে পারে পেট্রোলের দাম
Last Updated:
টানা ১৬ দিন ধরে ঊর্ধ্বমুখী জ্বালানি। আজ ফের দাম বাড়ল পেট্রোলের। ২৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮১ টাকা ১৫ পয়সা।
#নয়াদিল্লি: টানা ১৬ দিন ধরে ঊর্ধ্বমুখী জ্বালানি। আজ ফের দাম বাড়ল পেট্রোলের। ২৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮১ টাকা ১৫ পয়সা। সোমবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৯১ পয়সা। ২২ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭১ টাকা ৯৪ পয়সা। সোমবার কলকাতায় ডিজেলের দাম ছিল ৭১ টাকা ৭২ পয়সা। এর জেরে নাজেহাল সাধারণ মানুষ ৷ তবে তারই মধ্যে আশার আলো নিয়ে এল এসবিআইয়ের একটি রিপোর্ট ৷
রিপোর্টে বলা হয় যে রাজ্য সরকারগুলি চাইলেই পেট্রোলের দাম লিটারে ২.৬৫ টাকা এবং ডিজেলের দাম লিটারে ২ টাকা কমানো যেতে পারে ৷ আর এর জন্য রাজ্যের কোষাগারে খুব বেশি চাপও পড়বে না ৷ অপরিশোধিত তেলের উপর সম্ভাব্য লাভ যদি রাজ্যগুলি ছেড়ে দেয় তাহলে খুব সহজেই এটা সম্ভব ৷ বর্তমানে তেলের যা দাম তা থেকে চলতি অর্থবর্ষে রাজ্যগুলি অতিরিক্ত ১৮,৭২৮ কোটি টাকার বাড়তি রাজস্ব সংগ্রহ করতে পারে। তবে রাজস্ব যদি বাদ দিতে পারেন রাজ্যগুলি তাহলে দাম কম হতে পারে পেট্রোল ও ডিজেলের ৷
view commentsLocation :
First Published :
May 29, 2018 3:21 PM IST

