এই ছবিতে কোথায় রয়েছে হামিংবার্ড? সঠিক উত্তরই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান!
Last Updated:
Optical Illusion: ছবিটিতে একটি গাছপালা দিয়ে ভরাট অংশ দেখতে পাওয়া যাচ্ছে। সবুজাভ রঙে চোখধাঁধানো এই বনে একটি হামিংবার্ড খুঁজে বের করতে হবে।
#কলকাতা: অপটিক্যাল ইলিউশন হল চোখধাঁধানো কিছু ছবি যা আমাদের সাময়িক উপলব্ধিকে চ্যালেঞ্জ করে এবং আমাদের পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষা করে। অপটিক্যাল ইলিউশ কে তিন ভাবে দেখা যেতে পারে, আক্ষরিক, ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় এবং কগনিটিভ বা জ্ঞানীয়।
অপটিক্যাল ইলিউশনের অন্যতম উদ্দেশ্য হল এটি কিছু সময়ের জন্য দর্শকের দৃষ্টিকে আকর্ষণ করে। নিয়মিত অপটিক্যাল ইলিউশনের অনুশীলন বৌদ্ধিক বিকাশকে ত্বরাণ্বিত করে।
ভাল পর্যবেক্ষণ দক্ষতা রয়েছে?
যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ছবিটি থেকে ১৫ সেকেন্ডের মধ্যে হামিংবার্ড খুঁজে বের করতে হবে।
advertisement
ছবিটিতে একটি গাছপালা দিয়ে ভরাট অংশ দেখতে পাওয়া যাচ্ছে। সবুজাভ রঙে চোখধাঁধানো এই বনে একটি হামিংবার্ড খুঁজে বের করতে হবে।
advertisement
আরও পড়ুন- মেসি সন্দেশ, আর্জেন্টিনা রসগোল্লা! হু হু করে বিক্রি হচ্ছে হাওড়ার এই দোকানে
অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ আমাদের পর্যবেক্ষণ দক্ষতার পাশাপাশি আমাদের বৌদ্ধিক দক্ষতা পরীক্ষা করারও একটি ভাল উপায়।
১৫ সেকেন্ডের মধ্যে হামিংবার্ড খুঁজে পাওয়া গেল কি?
প্রথমেই বলি হামিংবার্ড হল পৃথিবীর সবচেয়ে ছোট পরিযায়ী পাখি যারা দীর্ঘ পথ পেরিয়ে একা ভ্রমণ করে। উড়ে বেড়ানোর সময় এদের ডানা থেকে এক ধরনের অদ্ভুত শব্দের উৎপত্তি হয়, সেই থেকেই এদের নামকরণ করা হয়েছে হামিংবার্ড। হামিংবার্ড সম্পর্কে কিছু মজার তথ্যও এই ফাঁকে বলে রাখা যেতে পারে। অনেকেই হয় তো জানেন না যে হামিংবার্ডই একমাত্র পাখি যারা পিছনের দিকে উড়তে পারে।
advertisement
এবারে আবার ফিরে আসা যাক ইলিউশনের কথায়। যাঁরা চ্যালেঞ্জটি সফলভাবে সম্পন্ন করতে চান তাঁদের ১৫ সেকেন্ডের মধ্যে হামিংবার্ডটি খুঁজে বের করতে হবে।
কেউ কি হামিংবার্ড দেখলেন ছবিতে?
না?
হাতে মাত্র ১৫ সেকেন্ড সময় রয়েছে।
যাঁরা এখনও পাখিটিকে খুঁজে বের করতে পারেননি তাঁদের জন্য এবারে হামিংবার্ডের ছবি প্রকাশ করা যেতে পারে।
হামিংবাডের ছবিটি যেভাবে গাছের সঙ্গে মিশেছে তাতে প্রথম নজরে আসা স্বাভাবিক ভাবেই মুশকিল।
advertisement
প্রথমে খানিকটা ইঙ্গিতের সঙ্গে দেখানো যাক। পাখিটি শুকনো শিমের গাছের কাছে বসে রয়েছে।
আমাদের মধ্যে যাঁদের দৃষ্টিভঙ্গী তীক্ষ্ণ তাঁরা হয় তো ইতিমধ্যেই হামিংবার্ডটিকে দেখেছেন, যাঁরা এখনও খুঁজে পাননি তাঁরা ছবিটির মাঝবরাবর খুঁজুন, দেখবেন ছবিটির নিচের অংশে শুকনো শিমের গাছের কাছে পাখিটি বসে রয়েছে।
view commentsLocation :
First Published :
December 15, 2022 6:05 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এই ছবিতে কোথায় রয়েছে হামিংবার্ড? সঠিক উত্তরই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান!