corona virus btn
corona virus btn
Loading

ঘুম থেকে উঠে এই দেবতাকে প্রণাম করলে থাকবে না কোনও আর্থিক সমস্যা

ঘুম থেকে উঠে এই দেবতাকে প্রণাম করলে থাকবে না কোনও আর্থিক সমস্যা
Representational Image

ঘুম থেকে উঠে অনেকেরই ঠাকুর প্রণাম করা অভ্যাসের মধ্যে পড়ে ৷ দিনটা যাতে ভালো কাটে তার জন্য কেউ ঠাকুর প্রণাম তো কেউ বাবা মাকে প্রণাম করে থাকেন ৷

  • Share this:

#কলকাতা: ঘুম থেকে উঠে অনেকেরই ঠাকুর প্রণাম করা অভ্যাসের মধ্যে পড়ে ৷ দিনটা যাতে ভালো কাটে তার জন্য কেউ ঠাকুর প্রণাম তো কেউ বাবা মাকে প্রণাম করে থাকেন ৷ সুস্থ থাকার জন্য অনেকে আবার ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম শুরু করে দেন ৷ সকালে উঠে সকলেরই একটাই চাহিদা দিনটা যেন ভালো কাটে ৷ কোনও বিপদ না ঘটে ৷ সকলেই যেন সুস্থ থাকে ৷

আরও পড়ুন: ভরা বর্ষা...তিন দিনের ছুটিতে ঘুরে আসুন পারডি ! রইল বিস্তারিত যোগাযোগ

মহান পন্ডিতেরা জানিয়েছেন যে সকালে উঠে সূর্য দেবকে ভক্তিভরে প্রণাম করলে মিটেবে সমস্ত সমস্যা ৷ সূর্য দেবকে প্রণাম করে দিন শুরু করলে তাহলে আপনার দিন শুভ হবে ৷ রোজ ভোরবেলায় উঠে পূর্ব দিকে সূর্যদেবের দিকে তাকিয়ে ভক্তিভরে প্রণাম করলে ভালো ফল মিলবে ৷

আরও পড়ুন: বর্ষার দুপুরে ইলিশের ছক্কা আর ধোঁয়াওঠা ভাত! এই তো জীবন!

First published: July 20, 2018, 8:51 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर