Most Luxurious Submarine: স্পা থেকে মুভি থিয়েটার বাদ নেই কিছুই, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সাবমেরিন! দেখলে অবাক হবেন

Last Updated:

এটি জলের নিচে ৯৮৫ ফুট গভীর পর্যন্ত সাঁতার কাটতে পারে এবং একনাগাড়ে ১০ দিন জলের নিচে থাকতে পারে।

ক্যারাপেস ইয়ট হল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সুপারইয়ট-সাবমেরিন হাইব্রিড। এটিতে স্পা এবং হেলথ ক্লাবের মতো নানা বিলাসবহুল সুবিধা রয়েছে। এটি একাধারে জলের ওপরে এবং নিচে চলতে সক্ষম। এটি জলের নিচে ৯৮৫ ফুট গভীর পর্যন্ত সাঁতার কাটতে পারে এবং একনাগাড়ে ১০ দিন জলের নিচে থাকতে পারে।
দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, ক্যারাপেস ইয়টের নকশা খুবই আশ্চর্যজনক। একইসঙ্গে জলের ওপরে এবং জলের নিচে চলার জন্য এটিকে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। এটি ২৫৬ ফুট লম্বা দৈর্ঘ্যবিশিষ্ট। এটির নির্মাণে প্রচুর অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। যখন এই ইয়টটি সাবমেরিনে পরিণত হয়, তখন এটি উপরের অংশটিকে সম্পূর্ণ ভাবে ভিতরে ঢুকিয়ে সিল করে দেয়, যাতে এর ভিতরে জল না ভর্তি হয়।
advertisement
advertisement
ক্যারাপেস নামের অর্থ কী?
এই সাবমেরিনটি দেখতে অনেকটা কচ্ছপের মতো হওয়ায় ইয়টটির নামকরণ করা হয়েছে ‘ক্যারাপেস’। কচ্ছপের খোসার উপরের অংশকে বলা হয় ক্যারাপেস। ক্যারাপেস ইয়ট-সাবমেরিনটি ইতালীয় নাভাল আর্কিটেক্ট এলেনা ন্যাপি ডিজাইন করেছেন। তিনি জানিয়েছেন ক্যারাপেস তাঁর জীবনের একটি মাস্টারপিস। এটি আদতেই বিলাসবহুল সাবমেরিনের মধ্যে সেরা।
advertisement
কারাপেসের মূল্য ৩০০ মিলিয়ন ডলার। এর বিশাল মূল্য শুনে ঘাবড়ে গেলেও জানিয়ে রাখা উচিত যে ৭০০ মিলিয়ন ইউরোর টেসলা সুপারইয়ট এর চেয়েও দামি। যদিও এটি এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। এটি নির্মিত হলে, সুপারইয়াটটি জলের উপরে ১৬ নট এবং জলের নিচে ১৩ নট গতিতে ভ্রমণ করতে পারবে এবং নিউক্লিয়ার সাবমেরিনের মতো গভীরতায় চলার বৈশিষ্ট্যও রয়েছে এতে।
advertisement
স্পা এবং হেলথ ক্লাব ছাড়াও এই ইয়টে আরও অনেক রাজকীয় সুবিধা রয়েছে। এতে একটি হেলিপ্যাডও রয়েছে। এছাড়াও একটি সুইমিং পুল, লাউঞ্জ এরিয়া, বার এরিয়া এবং লিভিং এরিয়া রয়েছে এতে। সেরা এবং সবচেয়ে দামি মদ পাওয়া যাবে এর বারে। এই ইয়টের ডাইনিং রুমে বসেই যাত্রীরা জলজ প্রাণী দেখতে পাবেন। লাউঞ্জ এরিয়ায় একটি গ্র্যান্ড পিয়ানো রয়েছে, বিশাল বেডরুম এবং বাথরুম সহ বিলাসবহুল ব্যক্তিগত কেবিন এবং জিম, স্পা রুম সহ ভিআইপি স্যুটও রয়েছে। জাহাজটিতে একটি থিয়েটার হল, ওয়াইন সেলার এবং লাইব্রেরির মতো সুবিধাও রয়েছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Most Luxurious Submarine: স্পা থেকে মুভি থিয়েটার বাদ নেই কিছুই, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সাবমেরিন! দেখলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement