পঞ্চগনির পারসি পয়েন্টে দাঁড়িয়ে লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল মহিলার ভিডিও
- Published by:Brototi Nandy
Last Updated:
লতা মঙ্গেশকরের গান সুনো সাজনা পাপিহে নে গাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। একজন মহিলা পাঁচগনির পারসী পয়েন্টে দাঁড়িয়ে এই গানটি গেয়েছেন। woman's singing song gone viral
মহাবালেশ্বরের পঞ্চগনির পারসি পয়েন্টে দাঁড়িয়ে থাকা একজন মহিলা খুব সুন্দর করে এবং সযত্নে লতা মঙ্গেশকরের খুবই জনপ্রিয় গান সুনো সাজনা পাপিহে নে গানটি গেয়েছেন। সাইয়েদ সলমান নামে একজন ইউসার ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন। একজন মধ্যবয়স্ক মহিলাকে ১৯৬৬ সালের সিনেমা আয়ে দিন বাহার কে-এর গানটি গুনগুন করতে দেখা যায়। তার কণ্ঠস্বর এতই সুরেলা ছিল যে এটি অবশ্যই মানুষের মনকে শান্ত করবে এবং আপনার কষ্ট দূর করে দেবে। সাইয়েদ সলমান কমেন্টে লিখেছেন "আমরা একজন নতুন গায়িকাকে খুঁজে পেয়েছি... পারসি পয়েন্টের পঞ্চগলি (মহাবলেশ্বর) কি সুন্দর আওয়াজ এনার, অনুগ্রহ করে তাকে সমর্থন করুন"
ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর ৬ লাখেরও বেশি ভিউ পেয়েছে। তার কণ্ঠে এই গান শুনে নেটিজেনরা অবাক হয়ে গেছিলেন এবং বহু মানুষে প্রশংসনীয় অনেক কমেন্টও করেছেন। ভিডিওটি এখানে দেখুন।
advertisement
advertisement
এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে আমাদের দেশে এমন প্রতিভার কোন অভাব নেয়। এর আগেও এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে অজানা লোকের কণ্ঠে গাওয়া সুরেলা কিছু গান মানুষের মন কেড়ে নিয়েছিল। ইন্টারনেটে এমন উদাহরণ অনেক আছে। তাদের হয়ত আমরা চিনি না বা জানিনা , কিন্তু তাদের গাওয়া গান শুনলে মনে হয় মনের কোন এক জায়গায় তারা স্থান বানিয়ে ফেলেছে।
advertisement
গানটি শুনে একজন ইউসার লিখেছেন "হ্যাট অফ,"
ইউসাররা অনেকে তার গানটি শুনে অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন এবং ওই মহিলার প্রশংসাও করেছেন। হয়তো ভিড়ের মধ্যে আমরা এদের খুঁজে পাবোনা , কিন্তু এদের ভাইরাল হওয়া গানগুলো চিরকাল মনে রয়ে যাবে।
view commentsLocation :
First Published :
December 22, 2022 2:10 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পঞ্চগনির পারসি পয়েন্টে দাঁড়িয়ে লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল মহিলার ভিডিও