Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! এক বোতলের দাম ৪৩ লক্ষ টাকা

Last Updated:

Woman Sells Sweat to Buy BMW: অ্যলেক্সিয়া জানিয়েছেন যে, তিনি একসময় বারিস্টা কফি শপে কাজ করত। কিন্তু চাকরি ছাড়ার পর সে অনলাইন মডেলিং শুরু করে। এরপর অ্যলেক্সিয়া একটি অদ্ভুত ব্যবসা শুরু করে৷ নিজের শরীরের ঘাম বিক্রি। বিস্তারিত জানুন৷

Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! কিনে ফেললেন বিএমডব্লু, দেখুন ছবি
Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! কিনে ফেললেন বিএমডব্লু, দেখুন ছবি
advertisement
নয়াদিল্লি: পড়াশোনার সময়ে অধিকাংশ মানুষের ইচ্ছে থাকে ভালো চাকরি পাওয়ার। কিন্তু চাকরি করা লোকেরা অনেক সময় নিজের ব্যবসা সেটআপ করতে চায়। সমস্যা হল, চাকরি ছাড়ার পর কী করবেন? এই ভাবনাতেই জীবনের অনেক সময় চলে যায়।
advertisement
কিছু মানুষ আবার চাকরি ছাড়তে বেশি সময় নেন না। তারা এমন অদ্ভুত কাজ শুরু করেন, যার থেকে আয় চাকরির থেকে অনেক বেশি হয়৷ এমনই কাজ করেছেন আমেরিকার এক যুবতী৷ সে আগে এক কফি শপে কাজ করত৷ সেই কাজ ছেড়ে সে এরপর নিজের ঘাম বেঁচা শুরু করে৷ আর তাতেই কোটিপতি হয়ে যায়৷
advertisement
যুবতীর নাম অ্যলেক্সিয়া গ্রেস, বয়স ২৫ বছর। অ্যলেক্সিয়া জানিয়েছেন যে, তিনি একসময় বারিস্টা কফি শপে কাজ করত। কিন্তু চাকরি ছাড়ার পর তিনি অনলাইন মডেলিং শুরু করে। এরপর অ্যলেক্সিয়া একটি অদ্ভুত ব্যবসা শুরু করে৷ নিজের শরীরের ঘাম বিক্রি। তিনি সম্প্রতি তার ভক্তদের সঙ্গে সেই বিষয়ে জানিয়েছেন।
advertisement
অ্যলেক্সিয়া কথায়, চাকরি ছাড়ার পর তিনি অনলাইনে ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেন। কিন্তু আয় তেমন হচ্ছিল না৷ এরপরই সে নিজের ঘাম বিক্রি করা শুরু করে৷  যার এক বোতলের দাম ওঠে  প্রায় ৪৩ লাখ ৬৭ হাজার টাকা!
advertisement
ঘাম বিক্রি করে কোটিপতি হয়ে যাওয়া এই এডাল্ট মডেল জানিয়েছে, বারিস্টা কফি শপে কাজ করার সময় তিনি মডেলিং-এর দুনিয়ায় জয়েন করেন। কিন্তু শুরুতে বিশেষ আয় হচ্ছিল না। তবে দুই বছরের পরিশ্রমের পর ২০২১ সালে অ্যলেক্সিয়া চাকরি ছেড়ে পূর্ণকালীন মডেলিং শুরু করেন৷ সেই সময় বার্ষিক আয় ১ কোটি ৩১ লাখ টাকা হয়। এখন ঘাম বেঁচে তার আয় অনেক বেড়ে গিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! এক বোতলের দাম ৪৩ লক্ষ টাকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement