Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! এক বোতলের দাম ৪৩ লক্ষ টাকা
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Woman Sells Sweat to Buy BMW: অ্যলেক্সিয়া জানিয়েছেন যে, তিনি একসময় বারিস্টা কফি শপে কাজ করত। কিন্তু চাকরি ছাড়ার পর সে অনলাইন মডেলিং শুরু করে। এরপর অ্যলেক্সিয়া একটি অদ্ভুত ব্যবসা শুরু করে৷ নিজের শরীরের ঘাম বিক্রি। বিস্তারিত জানুন৷
advertisement
নয়াদিল্লি: পড়াশোনার সময়ে অধিকাংশ মানুষের ইচ্ছে থাকে ভালো চাকরি পাওয়ার। কিন্তু চাকরি করা লোকেরা অনেক সময় নিজের ব্যবসা সেটআপ করতে চায়। সমস্যা হল, চাকরি ছাড়ার পর কী করবেন? এই ভাবনাতেই জীবনের অনেক সময় চলে যায়।
advertisement
কিছু মানুষ আবার চাকরি ছাড়তে বেশি সময় নেন না। তারা এমন অদ্ভুত কাজ শুরু করেন, যার থেকে আয় চাকরির থেকে অনেক বেশি হয়৷ এমনই কাজ করেছেন আমেরিকার এক যুবতী৷ সে আগে এক কফি শপে কাজ করত৷ সেই কাজ ছেড়ে সে এরপর নিজের ঘাম বেঁচা শুরু করে৷ আর তাতেই কোটিপতি হয়ে যায়৷
advertisement
যুবতীর নাম অ্যলেক্সিয়া গ্রেস, বয়স ২৫ বছর। অ্যলেক্সিয়া জানিয়েছেন যে, তিনি একসময় বারিস্টা কফি শপে কাজ করত। কিন্তু চাকরি ছাড়ার পর তিনি অনলাইন মডেলিং শুরু করে। এরপর অ্যলেক্সিয়া একটি অদ্ভুত ব্যবসা শুরু করে৷ নিজের শরীরের ঘাম বিক্রি। তিনি সম্প্রতি তার ভক্তদের সঙ্গে সেই বিষয়ে জানিয়েছেন।
advertisement
অ্যলেক্সিয়া কথায়, চাকরি ছাড়ার পর তিনি অনলাইনে ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেন। কিন্তু আয় তেমন হচ্ছিল না৷ এরপরই সে নিজের ঘাম বিক্রি করা শুরু করে৷ যার এক বোতলের দাম ওঠে প্রায় ৪৩ লাখ ৬৭ হাজার টাকা!
advertisement
ঘাম বিক্রি করে কোটিপতি হয়ে যাওয়া এই এডাল্ট মডেল জানিয়েছে, বারিস্টা কফি শপে কাজ করার সময় তিনি মডেলিং-এর দুনিয়ায় জয়েন করেন। কিন্তু শুরুতে বিশেষ আয় হচ্ছিল না। তবে দুই বছরের পরিশ্রমের পর ২০২১ সালে অ্যলেক্সিয়া চাকরি ছেড়ে পূর্ণকালীন মডেলিং শুরু করেন৷ সেই সময় বার্ষিক আয় ১ কোটি ৩১ লাখ টাকা হয়। এখন ঘাম বেঁচে তার আয় অনেক বেড়ে গিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2024 2:55 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! এক বোতলের দাম ৪৩ লক্ষ টাকা