ফুচকা খেতে গিয়ে বিপদ! চোয়াল আটকে বিপাকে মহিলা! হুলস্থুল কাণ্ড উত্তরপ্রদেশে

Last Updated:

চিকিৎসকেরা জানিয়েছেন, অত্যধিক বড় খাবার একবারে মুখে ঢোকানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎ অতিরিক্তভাবে মুখ খুলে ফেলায় চোয়াল সরে যেতে পারে।

চোয়াল আটকে বিপাকে মহিলা
চোয়াল আটকে বিপাকে মহিলা
কানপুর: খেতে গিয়েছিলেন ফুচকা আর তাতেই ঘটে গেল বিপত্তি। উত্তরপ্রদেশের ঔরাইয়ায় এক মহিলা ফুচকা খেতে গিয়েই চরম বিপদে পড়লেন—হঠাৎই তাঁর চোয়াল আটকে যায় আর তার ফলেই ঘটে যায় চরম বিপদ।
ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে কাছাকাছি মেডিক্যাল সেন্টারের চিকিৎসকেরা সমস্যার সমাধান করতে পারেননি। তাই এই ঘটনায় অসহায় ইনকলা দেবীর পরিবার তাঁকে দ্রুত আরও বড় একটি হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়।
রবিবার রাতে ঘটনাটি ঘটে। পরিবারের একজন সন্তানসম্ভবা ছিলেন। তাঁর প্রসবের জন্য তাঁরা হাসপাতালের কাছাকাছি থাকছিলেন। এদিকে বাচ্চাদের খিদে পাওয়ায় ওই পরিবার নিকটবর্তী একটি স্টলে যায়। ইনকলাও তাঁদের সঙ্গে ফুচকা খেতে যান।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ওই পরিবারের এক আত্মীয় বলেন, “দিদি বড় একটা ফুচকা খেতে মুখ খুলতেই হঠাৎ চোয়াল নেমে গিয়ে আর বন্ধ হচ্ছিল না। মুখ একদম খোলা অবস্থায় আটকে থাকায় আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই,” ঘটনার বর্ণনা দেন তাঁর এক আত্মীয়।
স্থানীয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসকেরা প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং হাতে করে চোয়ালটি ঠিক করার চেষ্টা করেন। কিন্তু সফল না হওয়ায় তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে রেফার করা হয়।
advertisement
পরে তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর চোয়াল সঠিক স্থানে বসাতে সক্ষম হন। তবে পরিবার জানায়, এখনও তিনি ব্যথায় ভুগছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, অত্যধিক বড় খাবার একবারে মুখে ঢোকানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎ অতিরিক্তভাবে মুখ খুলে ফেলায় চোয়াল সরে যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ফুচকা খেতে গিয়ে বিপদ! চোয়াল আটকে বিপাকে মহিলা! হুলস্থুল কাণ্ড উত্তরপ্রদেশে
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement