Railway Knowledge: বছরের পর বছরের ধরে রোদ, বৃষ্টি পায়, তাও রেলের লোহার পাতে জং ধরে না কেন? ৯৯% মানুষই জানে না আসল কারণ

Last Updated:

বছরের পর বছর রোদ, জল পাচ্ছে। কেউ বিশেষ যত্নও নেয় না। তাহলে ট্রেনের লোহার পাতে জং বা মরচে ধরে না কেন?


বছরের পর বছরের ধরে রোদ, বৃষ্টি পায়, তাও রেলের লোহার পাতে জং ধরে না কেন? ৯৯% মানুষই জানে না আসল কারণ
বছরের পর বছরের ধরে রোদ, বৃষ্টি পায়, তাও রেলের লোহার পাতে জং ধরে না কেন? ৯৯% মানুষই জানে না আসল কারণ
বছরের পর বছর রোদ, জল পাচ্ছে। কেউ বিশেষ যত্নও নেয় না। তাহলে ট্রেনের লোহার পাতে জং বা মরচে ধরে না কেন? আপনার মনেও কি এসেছে এই সাধারণ প্রশ্ন? এই প্রতিবেদনে রইল চেনা এই প্রশ্নের উত্তর।
রেলের লোহার লম্বা ট্র‍্যাকের দিকে তাকিয়ে অনেকের মনেই অনেক সময় এই প্রশ্ন এসেছে। রেলের পাত লোহার হয়। আর লোহা কিছুদিন বাইরে থাকলে, রোদ, জল, হাওয়ার সংস্পর্শে থাকলে তাতে মরচে ধরাই স্বাভাবিক।
অথচ বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, পেলেও রেলের পাত যেই কে সেই রয়ে যায়। উল্টে বেশ চকচকে। অথচ লোহার বাসন পত্র বা অন‍্যান‍্য সরঞ্জামকে জং ধরার হাত থেকে বাঁচাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। বিশেষ যত্ন নিতে হয়। কোন ম‍্যাজিকে রেলের পাতের সেই একই অবস্থা হয় না?
advertisement
advertisement
আসলে, রেলওয়ে ট্র্যাক তৈরিতে একটি বিশেষ ধাতু ব্যবহার করা হয়, এটিকে ম্যাঙ্গানিজ স্টিল বলা হয় এবং এতে মরচে পড়ে না। ট্র্যাক ইস্পাত এবং ম্যাঙ্গানিজ মিশ্রণ দ্বারা প্রস্তুত করা হয়. ইস্পাত ও মঙ্গলয়ের মিশ্রণকে ম্যাঙ্গানিজ ইস্পাত বলে। এতে 12% ম্যাঙ্গানিজ এবং 0.8% কার্বন রয়েছে। এই কারণে, ট্র্যাকগুলি জারণ দ্বারা প্রভাবিত হয় না এবং বহু বছর ধরে রোদ, জল পেলেও মরচে ধরে না।
advertisement
প্রসঙ্গত, লোহার মরচে পড়ার একটা বিশেষ কারণ আছে। ইস্পাত বা ইস্পাতের তৈরি জিনিসগুলি যখন অক্সিজেন এবং আর্দ্রতার সংস্পর্শে আসে তখন জারণ প্রক্রিয়ায় তাদের উপর আয়রন অক্সাইড জমা হয়। এটি একটি বাদামী স্তর যাকে মরিচা বলা হয়। এর ফলে আয়রন ধীরে ধীরে নষ্ট হতে থাকে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Railway Knowledge: বছরের পর বছরের ধরে রোদ, বৃষ্টি পায়, তাও রেলের লোহার পাতে জং ধরে না কেন? ৯৯% মানুষই জানে না আসল কারণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement