#পুরী: রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির । কিন্তু এ বছরের রথ একেবারে অন্যরকম । করোনা আবহে ভক্তশূন্য পুরী । তবু রথে চড়ে জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছেন ভাইবোনকে সঙ্গে নিয়ে । রীতি-আচার পালনে থাকবে না কোনও ফাঁক । তবে পুরী সম্পূর্ণ শাটডাউন এই পবিত্র রথযাত্রার দিনেও ।
পুরী রথাযাত্রার মহাপ্রসাদ ছাপ্পান্ন ভোগ যেমন বিখ্যাত, তেমনই ভক্তদের জন্য জনপ্রিয় উল্টোরথের পোড়া পিঠে । মাসিমা মন্দিরে, অর্থাৎ জগন্নাথের মাসির বাড়িতে এই পোড়া পিঠে ভোগ দেওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে । কেন রয়েছে এই রীতি? জেনে নিন পোড়া পিঠের গল্প ।
রামায়ণে রামকে বনবাসে পাঠানোর কারণে মা কৈকেয়ীকে তিরস্কার করেন ভরত । অনুশোচনা, অপরাধ বোধে কান্নাকাটি শুরু করেন কৈকেয়ী । সেই সময় কৈকেয়ীকে শান্ত করতে রাম কথা দেন, পরের জন্মে কৈকেয়ীর বাড়িতে পোড়া পিঠে খাবেন তিনি ।
বিষ্ণু পুরাণ মতে, বিষ্ণুর সপ্তম অবতার রাম, অষ্টম অবতার কৃষ্ণ । কথা রাখতে তাই অষ্টম জন্মে জগন্নাথ মাসিমা মন্দিরে গিয়ে পোড়া পিঠে খান । কৈকেয়ী অষ্টম জন্মে কৃষ্ণের মাসিমা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagannath, Poda Pitha, Ratha yatra, Ratha Yatra 2020