হোম /খবর /পাঁচমিশালি /
জগন্নাথ যাচ্ছেন মাসির বাড়ি, সেখানে তাঁকে খেতে দেওয়া হয় পোড়া পিঠে! কেন এই রীতি?

জগন্নাথ যাচ্ছেন মাসির বাড়ি, সেখানে তাঁকে খেতে দেওয়া হয় পোড়া পিঠে! কেন এই রীতি?

মাসিমা মন্দিরে, অর্থাৎ জগন্নাথের মাসির বাড়িতে এই পোড়া পিঠে ভোগ দেওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে । কেন রয়েছে এই রীতি?

  • Last Updated :
  • Share this:

#পুরী: রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির । কিন্তু এ বছরের রথ একেবারে অন্যরকম । করোনা আবহে ভক্তশূন্য পুরী । তবু রথে চড়ে জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছেন ভাইবোনকে সঙ্গে নিয়ে । রীতি-আচার পালনে থাকবে না কোনও ফাঁক । তবে পুরী সম্পূর্ণ শাটডাউন এই পবিত্র রথযাত্রার দিনেও ।

পুরী রথাযাত্রার মহাপ্রসাদ ছাপ্পান্ন ভোগ যেমন বিখ্যাত, তেমনই ভক্তদের জন্য জনপ্রিয় উল্টোরথের পোড়া পিঠে । মাসিমা মন্দিরে, অর্থাৎ জগন্নাথের মাসির বাড়িতে এই পোড়া পিঠে ভোগ দেওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে । কেন রয়েছে এই রীতি? জেনে নিন পোড়া পিঠের গল্প ।

রামায়ণে রামকে বনবাসে পাঠানোর কারণে মা কৈকেয়ীকে তিরস্কার করেন ভরত । অনুশোচনা, অপরাধ বোধে কান্নাকাটি শুরু করেন কৈকেয়ী । সেই সময় কৈকেয়ীকে শান্ত করতে রাম কথা দেন, পরের জন্মে কৈকেয়ীর বাড়িতে পোড়া পিঠে খাবেন তিনি ।

বিষ্ণু পুরাণ মতে, বিষ্ণুর সপ্তম অবতার রাম, অষ্টম অবতার কৃষ্ণ । কথা রাখতে তাই অষ্টম জন্মে জগন্নাথ মাসিমা মন্দিরে গিয়ে পোড়া পিঠে খান । কৈকেয়ী অষ্টম জন্মে কৃষ্ণের মাসিমা।

Published by:Simli Raha
First published:

Tags: Jagannath, Poda Pitha, Ratha yatra, Ratha Yatra 2020