GI ট্যাগ পেয়ে কোন কোন বাংলার 'রত্ন' বিশ্বজয় করেছে? আজই হোক আপনার knowledge test

Last Updated:

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বহু পণ্যদ্রব্য জিআই ট্যাগের অন্তর্ভুক্ত হয়ে দেশ-বিদেশে সাড়া ফেলেছে! জিআই ট্যাগের গুরুত্ব কী? কেনই বা দেওয়া হয় এই জিআই ট্যাগ! জানুন বিস্তারিত

+
News18

News18

শিলিগুড়ি: জিআই ট্যাগ এর গুরুত্বকে সামনে তুলে ধরতে বড় উদ্যোগ নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ। বর্তমান সমাজে ব্যবসা-বাণিজ্যে জিআই ট্যাগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বহু পণ্য এবং সামগ্রীকে এই জিআই ট্যাগের অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে এর চাহিদাও দিনের পর দিন বেড়ে চলেছে। তবে অনেকের মানে প্রশ্ন থাকতেই পারে কি এই জিআই ট্যাগ? কি কি ক্ষেত্রে এই বা এই জিআই ট্যাগ ব্যবহার হয়?
তাহলে জেনে রাখুন কোন পণ্যের উৎস আসলে কোন জায়গায়, সেটা বোঝানোই ‘জিওগ্রাফিকাল ইন্ডিকেশন’ট্যাগ ব্যবহারের মূল উদ্দেশ্য।জিআই ট্যাগ হল Geographical Indication Tag, যেটি দেওয়া হয় কোন একটি নির্দিষ্ট দ্রব্য বা পণ্যকে যার ভৌগলিক অবস্থানের সাথে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে।এই ট্যাগের মূল উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট পণ্য ও তার উৎসের মধ্যে একটি ভৌগলিক সংযোগ স্থাপন করা এবং এই পণ্যগুলির অবৈধ সরবরাহ বন্ধ করা। এই দ্রব্য বা পণ্যগুলি খুবই উচ্চমানের হয়। এইসব দ্রব্য বা পণ্যগুলির চাহিদা খুবই বেশি থাকে এবং ভৌগলিক উৎসের কারণে একটি বিশেষ খ্যাতি থাকে। সাধারণত, জিআই ট্যাগগুলি শিল্প পণ্য, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, স্পিরিট ড্রিংকস এবং হস্তশিল্পের জন্য ব্যবহৃত হয়। GI ট্যাগ প্রদানের মূল উদ্দেশ্য হল এই ট্যাগে অনুমোদিত হওয়ার পর কেউ ওই জনপ্রিয় দ্রব্য বা পণ্যের নাম ব্যবহার করতে পারবেন না।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রফেসর ইন্দ্রজিৎ রায় চৌধুরী জানান পশ্চিমবঙ্গে মোট ২৮ টি জি আই ট্যাগ প্রাপ্ত পণ্য ও দ্রব্য রয়েছে যার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের চা, কালো নুনিয়া, তুলাই পাঞ্জি চাল, ডল্লে খুরসানি, মালদার আম থেকে শুরু করে জয়নগরের মোয়া সহ আরA বিভিন্ন জিনিসকে সরকারের তরফ থেকে জিআই ট্যাগ পেয়েছে।
advertisement
বর্তমান যুগে দাঁড়িয়ে জিআই ট্যাগের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের জীবনে আদতেও কি কোন উন্নতি হয়েছে, তাদের কাছে কি এই জিআই ট্যাগ এখনো অব্যবহৃত সেইসব সম্পর্কে তাদের একটি ধারণা দেওয়া এবং আগামী দিনে তাদের জীবনে চলার পথকে উজ্জ্বল করতে এবং এই জিআই ট্যাগের গুরুত্ব বোঝাতেই এই উদ্যোগ।
advertisement
সাধারণত দেশের বাজারে কোন কোন পণ্য এবং দ্রব্য জিআই ট্যাগের অন্তর্ভুক্ত রয়েছে এবং এই জিআই ট্যাগের সঙ্গে যুক্ত সাধারণ মানুষেরা এর ব্যবহার জানেন কিনা এবং বর্তমান এই ডিজিটাল যুগে কিভাবে এই পণ্যবাদ দ্রব্য কে আন্তর্জাতিক স্তরে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার গুরুত্ব বোঝাতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা।
advertisement
সুজয় ঘোষ
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GI ট্যাগ পেয়ে কোন কোন বাংলার 'রত্ন' বিশ্বজয় করেছে? আজই হোক আপনার knowledge test
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement