Viral Video: বৃষ্টিতে ভিজতে ভিজতে রিল বানাচ্ছিলেন তরুণী, হঠাৎ কড়াক শব্দে বাজ, তারপর যা হল… দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
ঝমঝম বৃষ্টি। ছাদে ভিজতে ভিজতে মনের সুখে নাচছিলেন এক তরুণী। পিছনে ক্যামেরা রাখা। রিল তোলা হচ্ছে। হঠাৎ ‘কড়াক’ শব্দে বাজ। সাদা হয়ে গেল চরাচর। পুরো দৃশ্য ধরা পড়েছে মোবাইলে। আপাতত এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Bharat Kumar Chaubey
সীতামারি: ঝমঝম বৃষ্টি। ছাদে ভিজতে ভিজতে মনের সুখে নাচছিলেন এক তরুণী। পিছনে ক্যামেরা রাখা। রিল তোলা হচ্ছে। হঠাৎ ‘কড়াক’ শব্দে বাজ। সাদা হয়ে গেল চরাচর। পুরো দৃশ্য ধরা পড়েছে মোবাইলে। আপাতত এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বুধবার থেকে সীতামারিতে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। প্রবল বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গরম থেকে মিলেছে স্বস্তি। ইতিমধ্যেই বৃষ্টির রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই। এর মধ্যেই সামনে এল এই ভিডিও।
advertisement
advertisement
তরুণীর পরিণতি দেখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যে খুব সচেতন হয়ে গিয়েছেন তা নয় মোটেই। কারণ এর আগেও এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে। প্রাণ হাতে নিয়ে রিল বানান তরুণ-তরুণীরা। প্রাণহানির খবরও সামনে আসে। কিন্তু তারপরেও বিপজ্জনক রিস বানানোয় ছেদ পড়েনি একচুলও।
advertisement
ভিডিও শ্যুটের সময় বজ্রপাত: দীর্ঘদিন পর মঙ্গলবার রাতে সীতামারিতে ব্যাপক বৃষ্টি হয়। বুধবার সকালেও চলে টানা বৃষ্টি। তা দেখেই রিল বানানোর ইচ্ছা হয় সীতামারি জেলার সিরসিয়া গ্রামের বাসিন্দা রাঘবেন্দ্র ওরফে কমল ভগতের মেয়ে সানিয়া ও মুসকানের।
advertisement
দুই বোন প্রতিবেশী দেবনারায়ণ ভগতের বাড়ির ছাদে ওঠেন। শুরু হয় বৃষ্টির মধ্যে নাচ। এক বন্ধুকেও ডেকে নেন তাঁরা। তিনিই ভিডিও শ্যুট করছিলেন। আচমকাই বজ্রপাত। গোটা এলাকা সাদা হয়ে যায়। সানিয়া যেখানে নাচছিলেন, তার ঠিক দু’হাত দূরেই বাজ পড়ে। ভয়ে ছুটতে শুরু করেন দু’বোন।
advertisement
একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত: লোকাল 18-এর সঙ্গে ফোনে কথা বলার সময়ও ভয়ে কাঁপছিল সানিয়ার গলা। কোনওমতে বললেন, যাই হয়ে যাক, আর বৃষ্টির মধ্যে রিল বানাবেন না। সানিয়াদের বাড়ি সহ আশপাশের অনেক বাড়িরই ক্ষতি হয়েছে।
শিক্ষিকা সুনীতা দেবীর বাড়ির সিঁড়ি ও ছাদে ফাটল ধরেছে। পুড়ে গিয়েছে ফ্রিজ, ফ্যান সহ অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি। আশপাশের প্রায় কয়েক ডজন বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১০ সেকেন্ডের ভিডিওতে মুসকানকে নাচতে দেখা যাচ্ছে। আচমকাই বাজ পড়ে। ভয়ে পালিয়ে যান মুসকান।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2024 4:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বৃষ্টিতে ভিজতে ভিজতে রিল বানাচ্ছিলেন তরুণী, হঠাৎ কড়াক শব্দে বাজ, তারপর যা হল… দেখুন ভাইরাল ভিডিও