Viral Video | Wedding Video: 'মিঠুনদা নাচুন না'! বিয়ের রাতে 'টুম্পা সোনা' গানে তুমুল নাচ বর-বউয়ের! তারপর? ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video | Wedding Video: সে কী নাচ, সে কী নাচ! থামার নাম নেই! দেখুন নতুন বর আর বউয়ের কাণ্ড! সেরা ভিডিও ভাইরাল

#কলকাতা: করোনার জন্য প্রায় দু'বছরের বেশি সময় ধরে মানুষ বিয়ের উৎসব থেকে বিরত থেকেছে। যদিও বা কোথাও বিয়ে হয়েছে তবে তা খুব সামান্য নিয়মেই! কিন্তু এই বছরের প্রথম থেকেই করোনা বিদায় পালা শুরু হয়েছে। এখন সকলেই নিশ্চিন্ত। আর মানুষ মেতে উঠেছে বিয়ের আনন্দে। বিয়ের মরশুম মানেই নানা মজার কাণ্ড। কখনও দেখা যায় বরকে এত উঁচুতে তুলে ধরা হয়েছে যে মেয়ে কিছুতেই মালা দিতে পারছে না গলায়। আবার দেখা যায় পাত্র বা পাত্রী এমন চুটিয়ে নাচ করছে। যে সে সব ভিডিও মুহূর্তে ভাইরাল। তবে এই মরশুমেও নানা মজার ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মাধ্যম জুড়ে।
তার মধ্যেই একটি দারুণ মজার ভিডিও সামনে এসেছে। বিয়ে করেছে পাত্র পাত্রী। নানা মজার মজার কাণ্ড করেই তাঁরা বিয়ের আসর মাতিয়েছে। এবার দেখা গেল এই পাত্র পাত্রীর নাচ। তবে কোন গানে জানেন? 'টুম্পা সোনা' গানে চুটিয়ে নাচ বর আর বউয়ের। সাংঘাতিক এনার্জি ধরা পড়েছে এই জুটির মধ্যে।
advertisement
সোশ্যাল মাধ্যমে এই ভিডিও শেয়ার হতেই বহু মানুষ দেখে ফেলেছেন। তবে শুধু টুম্পা সোনা গানে নয়, এর আগেও বিয়ের আসরে চুটিয়ে নাচ করতে দেখা গিয়েছে কনেকে। সে ভিডিও বহু মানুষ দেখেছেন। সোশ্যাল মাধ্যমে এই ভিডিও শেয়ার করা হয়েছে অয়ন মুখার্জি ও দীপান্বিতা ঘোষকে ট্যাগ করে। তাঁদেরকে বিয়ের শুভেচ্ছাও জানানো হয়েছে। বিয়ে তো একবারই হয়। অন্তত্য এখনও তেমনটা ভাবা হয়। আর সেই বিয়েকে সারা জীবন মনে রাখার মতো কিছু যে করতেই হয়। থেকে যাবে এই জুটির দারুণ মজার নাচের এই ভাইরাল ভিডিও!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video | Wedding Video: 'মিঠুনদা নাচুন না'! বিয়ের রাতে 'টুম্পা সোনা' গানে তুমুল নাচ বর-বউয়ের! তারপর? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement