Viral Video: রিল বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন মহিলা! শিশুর ‘মা,মা’ আর্তনাদ...দেখে উত্তেজিত নেটদুনিয়া রিল ব্যানের দাবিতে সরব

Last Updated:

Woman Drowns In Ganga While Making Reel In Uttarakhand: জানা গিয়েছে যে ১৫ এপ্রিল ২০২৫ তারিখে দুর্ঘটনাটি ঘটেছে, যখন মৃতা মহিলা এবং তাঁর পরিবার উত্তরাখণ্ডের উত্তরকাশীতে বেড়াচ্ছিলেন। মণিকর্ণিকা ঘাটের কাছে সম্ভবত মহিলা যখন একটি রিল শ্যুট করছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। মর্মান্তিক ঘটনার সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।

শিশুর 'মা, মা' আর্তনাদ মহিলার সঙ্গেই তলিয়ে গেল ভরা গঙ্গায় ! (Photo: X)
শিশুর 'মা, মা' আর্তনাদ মহিলার সঙ্গেই তলিয়ে গেল ভরা গঙ্গায় ! (Photo: X)
দেহরাদুন: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার লক্ষ্যে রিল বানাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এমন উদাহরণ এখন যে কেউ দেশের যে জায়গা থেকে দিতে পারবেন। মৃত্যুমিছিল চলছেই, সঙ্গে রিল তোলাও, কোনওটাতেই বিরাম নেই। এবার তারই খবর এল উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে।
জানা গিয়েছে যে ১৫ এপ্রিল ২০২৫ তারিখে দুর্ঘটনাটি ঘটেছে, যখন মৃতা মহিলা এবং তাঁর পরিবার উত্তরাখণ্ডের উত্তরকাশীতে বেড়াচ্ছিলেন। মণিকর্ণিকা ঘাটের কাছে সম্ভবত মহিলা যখন একটি রিল শ্যুট করছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। মর্মান্তিক ঘটনার সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।
advertisement
advertisement
১৬ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তরকাশীর মণিকর্ণিকা ঘাটে গঙ্গা নদীতে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা, তীব্র জলস্রোতের মধ্যেও ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। কোনও সমর্থন ছাড়াই নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাকে পোজ দিতে দেখা যাচ্ছে।
হঠাৎ দেখা যায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যে নদীর তীব্র স্রোতে ভেসে যান তিনি। ক্লিপটিতে শোনা যায়, এক শিশু ডেকে উঠেছে, ‘মা, মা’ বলে! তবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, ভিডিওটি হঠাৎ করেই শেষ হয়ে যায়। পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায়, স্বাভাবিক ভাবেই নেটদুনিয়া তা দেখে চমকে উঠেছে।
advertisement
advertisement
১৬ এপ্রিল, ২০২৫ তারিখে সোশ্যাল মিডিয়া X-এ শেয়ার করা ভিডিওটি ৬৬,০০০-এরও বেশি ভিউ পেয়েছে। সঙ্গে কুড়িয়েছে তীব্র সমালোচনা। অনেক ইউজারই রিল ব্যান করার দাবি জানিয়েছেন বা কী কী কেবল শ্যুট করা যাবে তা আইন করে নির্ধারিত করার দাবি তুলেছেন। এক ইউজার মন্তব্য করেছেন, মন্দির এখন আর কোনও ধর্মীয় স্থান নয়, বরং রিল বানানোর জায়গা! আরেকজনের কঠোর প্রতিক্রিয়া- সন্তানের প্রতি থাকলেও মৃতার জন্য কোনও সহানুভূতি পোষণ করা যায় না!
advertisement
যাই হোক, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) এবং স্থানীয় পুলিশ উভয়ই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। উদ্ধারকারী দল ব্যাপক অনুসন্ধান চালিয়েও মহিলাকে খুঁজে পায়নি। মহিলার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়কেই নদীর তীর এবং অন্যান্য বিপজ্জনক এলাকায় অত্যন্ত সতর্ক থাকার জন্য কর্তৃপক্ষ সতর্ক করেছে। সোশ্যাল মিডিয়ার জন্য রিল তোলার সময়ে নিরাপত্তা সতর্কতা অবহেলার পরিণতি মারাত্মক হতে পারে, তা বলা হয়েছে। স্থানীয় পুলিশ এবং উত্তরকাশী জেলা প্রশাসন মহিলাকে খুঁজে বের করার এবং দেহ উদ্ধারের জন্য যথাসাধ্য প্রচেষ্টা জারি রেখেছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রিল বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন মহিলা! শিশুর ‘মা,মা’ আর্তনাদ...দেখে উত্তেজিত নেটদুনিয়া রিল ব্যানের দাবিতে সরব
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement