বিয়ে হচ্ছে না, প্রেমে পড়ছে না কেউ! ক্ষোভ উগড়ে দিলেন বড় কোম্পানিতে চাকরি করা যুবতী, কিন্তু কেন?

Last Updated:

ভিডিওতে যুবতীকে বলতে শোনা যাচ্ছে, “ইদানীং মা ফোন করলে একটাই কথা বলেন। এত স্বাধীনতা দিয়েছি, কিছু তো ফায়দা তোল। প্রেম-ট্রেম কর”। এরপরই ক্ষুব্ধ যুবতী বলেন, “কীভাবে প্রেম করব? ছেলে কোথায় পাব? আরে, ছেলেরা তো আমার প্রেমেই পড়ছে না”।

বিয়ে হচ্ছে না, প্রেমে পড়ছে না কেউ! ক্ষোভ উগড়ে দিলেন বড় কোম্পানিতে চাকরি করা যুবতী, কিন্তু কেন? (Courtesy: @HasnaZaruriHai/X)
বিয়ে হচ্ছে না, প্রেমে পড়ছে না কেউ! ক্ষোভ উগড়ে দিলেন বড় কোম্পানিতে চাকরি করা যুবতী, কিন্তু কেন? (Courtesy: @HasnaZaruriHai/X)
বড় কোম্পানিতে চাকরি করেন যুবতী। মোটা টাকা বেতন পান। দেখতেও সুন্দরী। কিন্তু সমস্যা হল, বিয়ে হচ্ছে না কিছুতেই। প্রেমেও পড়ছে না কেউ। এ এক আজব অবস্থা। এই সব নিয়েই ভিডিও-তে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর @HasnaZaruriHai হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।
ভিডিওতে যুবতীকে বলতে শোনা যাচ্ছে, “ইদানীং মা ফোন করলে একটাই কথা বলেন। এত স্বাধীনতা দিয়েছি, কিছু তো ফায়দা তোল। প্রেম-ট্রেম কর”। এরপরই ক্ষুব্ধ যুবতী বলেন, “কীভাবে প্রেম করব? ছেলে কোথায় পাব? আরে, ছেলেরা তো আমার প্রেমেই পড়ছে না”। যুবতীর গলায় হতাশা। মায়ের উপরও রাগ উগড়ে দেন তিনি, “কীসের স্বাধীনতা? স্কুল, কলেজে পাঠানোটাকে স্বাধীনতা বলে? যখন প্রেম করার বয়স, তখন কোনও ছেলের নাম মুখ থেকে বেরোলে ফোন কেড়ে নিতে। ঘরে আটকে রাখতে। আর এখন বলছ, প্রেম কর।’’
advertisement
advertisement
প্রেম করার বয়স পেরিয়ে গিয়েছে বলেও আক্ষেপ করেন যুবতী। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “প্রেম করার বয়সে বলত, লেখাপড়া কর, নিজের পায়ে দাঁড়া। পৃথিবীটা খুব খারাপ। এখন বলছে, প্রেম কর। প্রেম কীভাবে করতে হয় সেটাই তো জানি না। কোনও দিন শিখিইনি। এখন কীভাবে সেটা করব যা আমি শিখিনি। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছি। এখন নিজেকে বদলানো যায়?’’
advertisement
ভিডিওতে নিজের রাগ, ক্ষোভ, হতাশা উগড়ে দিয়েছেন যুবতী। বিয়ে না হওয়ার যন্ত্রণা ফুটে উঠেছে তাঁর প্রতিটা কথায়। তবে এই নিয়ে হাসাহাসি করছেন নেটিজেনরা। যে হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তার ক্যাপশনে লেখা, “দিদি, আমার সঙ্গেই প্রেম করতে পারো”। মাত্র একদিনে ৩ লাখ ৭২ হাজারের বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে। ৬ হাজারের বেশি ইউজার লাইক করেছেন। রিট্যুইট করেছেন ৯৫১ জন। রয়েছে প্রায় ১ হাজারের কাছাকাছি কমেন্ট।
advertisement
সুধীর কোঠারি নামের এক এক্স ইউজার ভিডিওর কমেন্টে লিখেছেন, “ম্যাডামের সমস্যাটা গুরুতর। চাহিদা বেশি কিন্তু জোগান কম”। প্যারাডক্স নামের এক ইউজারের মন্তব্য, “ছেলেদের প্রেমে পড়ার বয়স নেই তো কী হয়েছে। আঙ্কলদের দেখো”। জ্যাক স্প্যারো নামের এক ইউজার লিখেছেন, “ওহ রে রে… বিনোদ দেখতে পাচ্ছে”।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ে হচ্ছে না, প্রেমে পড়ছে না কেউ! ক্ষোভ উগড়ে দিলেন বড় কোম্পানিতে চাকরি করা যুবতী, কিন্তু কেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement