Viral Video: সফল ভাবে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করেছে ভারত; পাকিস্তানই বা কেন পিছিয়ে থাকে! ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়!

Last Updated:

আসলে ওই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েক জন রকেট বানিয়ে তা উড়িয়ে দিয়েছেন। আর এয়ার বেলুন লঞ্চিংয়ের এই ভিডিওটিকে পাকিস্তানের চন্দ্রযান উৎক্ষেপণ বলেই শেয়ার করা হয়েছে।

সফল ভাবে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করেছে ভারত; পাকিস্তানই বা কেন পিছিয়ে থাকে! ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়!
সফল ভাবে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করেছে ভারত; পাকিস্তানই বা কেন পিছিয়ে থাকে! ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়!
কলকাতা: চলতি বছরের ১৪ জুলাই দিনটি সমগ্র ভারতবাসীর কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবীর মাটি ছেড়ে চাঁদের দিকে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩। শ্রীহরিকোটা থেকে ইসরোর চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ গর্বে ভরিয়ে দিয়েছে দেশবাসীকে। ফলে বিশ্বের দরবারে ভারতের মর্যাদায় এক আলাদা মাত্রা যুক্ত হল। আসলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নিচ্ছে ভারত। এই অবস্থায় পিছিয়ে থাকতে চাইছে না পড়শি দেশ পাকিস্তানও। বরাবরই ভারতের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তারা। ফলে ভারতে চন্দ্রযান ৩ উৎক্ষেপণের ঠিক পরেই পাকিস্তানও আর নিজেদের থামিয়ে রাখেনি।
এমনিতে ভারতের চন্দ্রযান ৩ উৎক্ষেপণের ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। আর প্রত্যেক ভারতীয় তা গর্বের সঙ্গে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করছেন। ফলে সব জায়গাতেই এখন ভারতের জয়জয়কার। ভারতের এই কৃতিত্ব দেখে পাকিস্তানই বা কীভাবে পিছিয়ে থাকে! ইতিমধ্যেই ওই দেশের রকেট উৎক্ষেপণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখে হাসি থামছে না নেটপাড়ার বাসিন্দাদের। কিন্তু কেন এই হাসির রোল?
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by baekooof (@baekooof)

advertisement
আসলে ওই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েক জন রকেট বানিয়ে তা উড়িয়ে দিয়েছেন। আর এয়ার বেলুন লঞ্চিংয়ের এই ভিডিওটিকে পাকিস্তানের চন্দ্রযান উৎক্ষেপণ বলেই শেয়ার করা হয়েছে। না না আসল রকেট কিংবা চন্দ্রযান নয়, ওটা ছিল একটি কাপড়ের তৈরি রকেট। ফলে ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আবার ভিডিও-টির ক্যাপশনে লেখা হয়েছে, ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য পাকিস্তানের চন্দ্রযান উৎক্ষেপণ। এমনকী যাঁরা শেয়ার করেছেন, তাঁরা এটাকে পাকিস্তানের ঘটনা বলেও দাবি করেছেন। তবে আমাদের তরফে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
advertisement
যদিও জানা গিয়েছে যে, ভিডিওটি পুরনো। তবে ফের তা ভাইরাল হয়েছে। অনেকেই এটা নিয়ে মজার মজার মন্তব্য করছেন। একজন লিখেছেন, “এটা পাকিস্তানের মিশন ইম্পসিবল।” আর এক নেটিজেন লিখেছেন, “পাকিস্তানের চন্দ্রযান এমনই হবে।” আবার একজনের বক্তব্য, “শুধুমাত্র সন্ত্রাসবাদীরাই পাকিস্তানের চন্দ্রযানকে চাঁদে নিয়ে যেতে পারে।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সফল ভাবে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করেছে ভারত; পাকিস্তানই বা কেন পিছিয়ে থাকে! ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement