Viral Video: নিউজিল্যান্ডের বাজারে গিয়ে সবজির দাম শুনে রীতিমতো আকাশ থেকে পড়লেন বৃদ্ধ ! ভাইরাল হল সেই ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আসলে হরিয়ানার গ্রাম থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন ওই বৃদ্ধ। সেখানে তাঁর ছেলে থাকেন।
ওয়েলিংটন: মূল্যবৃদ্ধি নিয়ে হামেশাই মানুষকে হা-হুতাশ করতে দেখা যায়। এমনকী সামান্য সবজি কিনতে মানুষের নাভিশ্বাসও উঠে যায়। কিন্তু সারা বিশ্বে এমন অনেক দেশ রয়েছে, যেখানকার তুলনায় ভারতে তেমন কোনও মূল্যবৃদ্ধিই নেই। আমাদের দেশে আজকের দিন গ্রামের দিকে বহু মানুষই নিজেদের বাড়িতে কিংবা ক্ষেতে সবজি ফলান। শহরেও আজকাল মানুষ বাড়ির ছাদে সবজি ফলিয়ে থাকেন। অথচ বাড়িতে কিংবা ক্ষেতে ফলানো সেই সব সবজির মূল্য বিদেশে কত, সেটা শুনলে বোধহয় চোখ কপালে উঠে যাবে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে হরিয়ানার এক বৃদ্ধের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে।
আসলে হরিয়ানার গ্রাম থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন ওই বৃদ্ধ। সেখানে তাঁর ছেলে থাকেন। ফলে ওই বৃদ্ধের কাছে বিদেশের সংস্কৃতি বা রকমসকম একেবারেই নতুন! ওই বৃদ্ধের পুত্র বাবার প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করেন এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাগ করে নিয়েছেন।
advertisement
advertisement
advertisement
ভিডিওটিতে দেখা যাচ্ছে. নিউজিল্যান্ডের এক বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। এমনিতে হরিয়ানায় নিজের বাড়িতেই সবজি চাষ করেন তিনি। কারণ ভারতেই তাঁর মনে হয় যে, সবজির দাম বেড়েই চলেছে। কিন্তু বিদেশের মাটিতে সবজির বাজারে গিয়ে তো রীতিমতো তাঁর ভিরমি খাওয়ার অবস্থা! কারণ নিউজিল্যান্ডের বাজারে দেখেন এক কেজি ঘিয়ের দাম ৫০০ টাকা। এরপর দেখেন করলার দাম ৬৫০ টাকা। আবার শীতকালে গাজর তো ভারতে প্রচুর পরিমাণে ফলে। অথচ নিউজিল্যান্ডে বিক্রি হওয়া গাজরের প্রতি কেজির দাম ১৫০ টাকা। আর এক-একটা ফুলকপির দামও সাংঘাতিক, প্রায় ২৫০ টাকা। এছাড়া ১ কেজি মিষ্টি আলুর দাম আবার ৪০০ টাকা। আর মুলো বিকোচ্ছে ২৫০ টাকায়। আর সবজির দাম বলার সময়ই যেন তাঁর চোখেমুখে এক টেনশনের ছাপ ফুটে উঠছিল!
advertisement
ভিডিও-র শেষে ওই বৃদ্ধকে বলতে শোনা যায়, “আড়াই হাজার টাকায় এক ব্যাগ ভর্তি করে সবজিও কেনা গেল না!” তবে তাঁর এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করেছে। অনেকেই তাঁকে ‘কিউট’ বলছেন। যে ভাবে তিনি সবজির দাম দেখে আশ্চর্য হয়েছিলেন, তা সকলকে মুগ্ধ করেছিল। অনেকে কমেন্ট বাক্সে লিখেছেন, “এটাই আসল মুদ্রাস্ফীতি।” আবার অনেকেই লিখেছেন, “ওখানকার সমস্ত সবজিই অর্গ্যানিক। ভারতের মতো সেখানে কীটনাশক ব্যবহার করে সবজি ফলানো হয় না।”
view commentsLocation :
Chandigarh
First Published :
February 04, 2024 9:09 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নিউজিল্যান্ডের বাজারে গিয়ে সবজির দাম শুনে রীতিমতো আকাশ থেকে পড়লেন বৃদ্ধ ! ভাইরাল হল সেই ভিডিও