Viral Video: ব্যক্তিকে ঘিরে ঝাঁকে ঝাঁকে সাপ, এই ভিডিও দেখলে আঁতকে উঠবেন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Viral Video: ভিডিও দেখে আঁতকে যাননি, এমন মানুষ খুব কম রয়েছেন
নয়া দিল্লি: এমন ভিডিও দেখলে যে কেউ ঘাবড়ে যাবেন। সাপ ভয় পান না, এমন মানুষ খুব কম রয়েছেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি একসঙ্গে শয়ে শয়ে বিষধর যদি দেখেন, তখন কেমন লাগবে। সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে আঁতকে যাননি, এমন মানুষ খুব কম রয়েছেন।
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি বস্তা নিয়ে রয়েছেন। সেই বস্তা কিছুক্ষণ পর তিনি নিচে ফেলে দেন। তার পরে সেই বস্তা থাকে ঝাঁকে ঝাঁকে সাপ বেরিয়ে আসতে থাকে। সবথেকে অবাক করার মতো বিষয় সাপগুলির মাঝে ওই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। বিন্দুমাত্র ভয় ছিল না তাঁর চোখেমুখে। কিন্তু তাঁর মধ্যে ভয় নাই থাকতে পারে, কিন্তু এই ভিডিও দেখলে ভয় পাবেন না কিংবা আঁতকে উঠবেন না এমন মানুষ খুব রয়েছেন।
advertisement
advertisement
ভিডিওতে দেখা সাপগুলি কোন প্রজাতির তা এখনও জানা যায়নি। দেখা যাচ্ছে, বস্তা থেকে বেরিয়ে আশেপাশের জঙ্গলের দিকে সাপগুলি চলে যাচ্ছে।
advertisement
সামনে একজন ভিডিও রেকর্ড করছে গোটা বিষয়টি নিয়ে। সেই ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। snake world নামে একটি পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
আরও পড়ুন, 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর
advertisement
তবে সাপগুলি কেন ছাড়া হয়েছে জঙ্গলে তা এখনও স্পষ্ট নয়। ভিডিওতে থাকা ব্যক্তিটির নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি। কিন্তু তার কাণ্ড দেখে ভয় পাননি এমন মানুষ খুব কম রয়েছেন। ভিডিওটি দেখে নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ তো ওই ব্যক্তিকে সাবধান থাকতেও বলেছেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 10:27 AM IST