Viral Money Shower: মঞ্চে গাইবার সময় সঙ্গীতশিল্পীর উপর নোটবৃষ্টি! পড়ল ৪ কোটি টাকা, দেখুন টাকার পাহাড়ের ভাইরাল ছবি

Last Updated:

Viral Money Shower: টাকা বৃষ্টির এই ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টাকা বৃষ্টির এই ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
টাকা বৃষ্টির এই ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
গীতা রাবারি নামী গুজরাতি লোকসঙ্গীত শিল্পী। সম্প্রতি তিনি রাতভর গান গাইলেন কচ্ছের রাপার এলাকার এক অনুষ্ঠানে। সাফল্যের শিখরে পৌঁছয় সেই অনু্ষ্ঠান। এখানেই শেষ নয়। গান গাইবার পর শিল্পীর উপর আক্ষরিক অর্থেই টাকার বৃষ্টি হয়। শেষ পর্যন্ত গুনে দেখা যায় মোট ৪ কোটি টাকার বর্ষণ হয়েছে তাঁর উপর। টাকা বৃষ্টির এই ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তাঁর সুরেলা কণ্ঠের জন্য গীতা পরিচিত 'কচ্ছি কোয়েল' নামে। তাঁর কণ্ঠে ‘রোমা সের মা’ খুবই জনপ্রিয় হয়েছে। তাঁর কণ্ঠে ভজন, লোকসঙ্গীত-সহ বিভিন্ন ধরনের গান খুবই জনপ্রিয়। গত কয়েক বছর ধরে তিনি জনপ্রিয়তায় নিজের আসন ধরে রেখেছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত কচ্ছের টাপার এলাকার মেয়ে গীতা পঞ্চম শ্রেণি থেকেই গান গাইতে শুরু করেছেন। তাঁর গাওয়া ভজন ও লোকসঙ্গীত লোকের মুখে মুখে ফেরে। তাঁর গানে ফুটে ওঠে গুজরাতি সংস্কৃতি ও ঐতিহ্য। কাজের স্বীকৃতি স্বরূপ ভক্তদের কাছ থেকে মেলে ভালবাসা ও শ্রদ্ধা। এ বার তাঁর উপর করা নোটবৃষ্টি ভাইরাল সামাজিক মাধ্যমে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Money Shower: মঞ্চে গাইবার সময় সঙ্গীতশিল্পীর উপর নোটবৃষ্টি! পড়ল ৪ কোটি টাকা, দেখুন টাকার পাহাড়ের ভাইরাল ছবি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement