Viral Video: চলন্ত বাইকে ঠোঁটে ঠোঁট চেপে গভীর চুমু যুবক-যুবতীর! দিনের আলোয় উত্তাল প্রেম! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: এ যেন চুমু দিয়ে প্রেমের পদ্যের ব্যারিকেড করা! রাস্তায় ভর্তি লোকের মধ্যেই তুমুল চুমু যুবক যুবতীর! তারপর? ভাইরাল ভিডিও
জয়পুর: “ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই…” কবীর সুমনের গাওয়া গান কার না শোনা! জাতিস্মর গানটি যেন বার বার বুকে দোলা দেয়। প্রেম মানেই আবেগের ভালবাসার চুম্বন। তাই বলে যেখানে সেখানে চুম্বন? আমাদের দেশে কিন্তু রাস্তাঘাটে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন এখনও মেনে নেওয়া হয় না! চুমু নিয়ে মাঝে মধ্যেই তুমুল বিপ্লবী হতে দেখা যায় যুবা সমাজকে। মারপিট প্রকাশ্যে হলে চুমু কেন নয়? একেবারে ফেলে দেওয়ার মতো কথাও নয়। তবে চুমু যদি বিপদের হয় তবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়! সম্প্রতি জয়পুরে যা ঘটল তা দেখলে চোখ কপালে উঠবে আপনার।
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। কী আছে সেই ভিডিওতে? দেখা যাচ্ছে এক যুবক বাইক চালাচ্ছেন। পিছনের সিটে বসে এক যুবতী। জিন্স ও টপ পরে আছেন সেই যুবতী। দ্রুত গতিতে ছুটে চলেছে বাইক। এ পর্যন্ত ঠিক ছিল। এর পর হঠাৎ করেই চলন্ত বাইকে একে অপরকে চুমু খেতে শুরু করে ওই যুবক-যুবতী। ঠোঁটে ঠোঁট রেখে একেবারে গভীর চুম্বনে আবদ্ধ হলেন তারা। দিনের আলোয় মাঝ রাস্তায় বাইক চালাতে চালাতে চুমু খাচ্ছেন এই যুবক-যুবতী। দেখে মনে হবে কোনও সিনেমার শ্যুটিং। চুমু খাওয়ার চক্করে ট্রাফিক আইনের তোয়াক্কা করেনি তারা। না মাথায় ছিল হেলমেট।
advertisement
kitne ka chalan hona chaiye?@jaipur_police pic.twitter.com/HVq0Ufiq9Z
— rajni singh (@imrajni_singh) September 15, 2023
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টেরল কমবে! বাড়তি ওজন ঝরবে! সকালে খান এক চামচ এই পাতার রস! জানুন চিকিৎসকের মত
এই ভিডিও ট্যুইটারে শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। তবে কেউ এই ভিডিওর প্রশংসা করেননি। বরং এই দুই যুবক-যুবতীর কাণ্ডের চরম নিন্দা করেছেন সকলে। চুমু খাওয়া দোষের নয়। কিন্তু এভাবে ট্রাফিক আইন অমান্য করে, হেলমেট ছাড়া বাইকে চুমু মেনে নেননি কেউই! অনেকেই বলেছেন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কারণ যুবক যুবতী চুমু খেতে মত্ত ছিলেন, ব্যস্ত রাস্তায় বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারত। অনেকেই ওই যুবক যুবতীর শাস্তির দাবিও করেছেন। আপাতত এই ভিডিও ভাইরাল।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 12:19 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: চলন্ত বাইকে ঠোঁটে ঠোঁট চেপে গভীর চুমু যুবক-যুবতীর! দিনের আলোয় উত্তাল প্রেম! ভাইরাল ভিডিও