Viral Video: মহাকুম্ভের ভাইরাল ভিডিওতে বিল গেটস? তবে কি এবার তিনিও গেলেন প্রয়াগরাজে....জেনে নিন আসল সত্য কী?

Last Updated:

মহা কুম্ভে স্টিভ জোনসের উপস্থিতি নিয়ে আলোচনা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়৷ কারণ এখানে বিশ্বের তাবৎ-তাবৎ মানুষেরা এসেছেন, মুগ্ধ হয়েছেন৷ অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের পত্নী লরেন পাওয়েল জবস-সহ অনেকেই এসেছিলেন৷

কুম্ভ মেলায় উপস্থিত ইনি কী বিল গেটস?
কুম্ভ মেলায় উপস্থিত ইনি কী বিল গেটস?
১৪৪ বছর ধরে ভারতে হচ্ছে মহা কুম্ভের সমাবেশ৷  উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৩ জানুয়ারি শুরু হয়েছিল মহা কুম্ভের সমাবেশ৷  যা প্রায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷ অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভ৷ এই বৃহৎ সমাবেশে সারা বিশ্ব থেকে অগণিত ভক্ত এসে হাজির হচ্ছেন৷ অনেক বিখ্যাত লোকেরাও মানবের এই মহা সমাগম দেখতে জোড় হয়েছেন৷ সেখানেই এক ভিডিও প্রকাশ করে বলা হয়েছে বিল গেটসও এই কুম্ভে এসেছেন৷ হু হু করে ভাইরাল হয় সেই ভিডিও৷ কিন্তু সত্যি কী তিনি এসেছেন?
এই মহা কুম্ভে স্টিভ জোনসের উপস্থিতি নিয়ে আলোচনা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ এখানে বিশ্বের তাবৎ-তাবৎ মানুষেরা এসেছেন, মুগ্ধ হয়েছেন। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের পত্নী লরেন পাওয়েল জবস-সহ অনেকেই এসেছিলেন।
তাই বিল গেটসের উপস্থিতিকে একেবারে হেসে উড়িয়ে দেওয়া যাবে না৷ 
advertisement
advertisement
কিন্তু  ভিডিওটি সত্যি নয়৷ কারণ এটি সাম্প্রতিক কোনও ভিডিও-ই নয়৷  এটি আসলে  ডিসেম্বর ২০২৪-এর একটি ভিডিও৷ যেখানে দাবী করা হয় Microsoft সহ-প্রতিষ্ঠাতাকে শহর কাশীতে দেখা গেছে।
প্রকৃতপক্ষে, তিনি যে কাশী বা প্রয়াগরাজ সফর করেছিলেন তা নিশ্চিত করার জন্য কোনও দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। এর থেকেই মনে করা হয়, এই ভিডিওটি আসলে সত্যি নয়৷ কারণ তিনি কোনও দেশে বা শহরে ভ্রমণ করলে তার বিশদ বিবরণ নিজেই শেয়ার করেন৷
advertisement
মহা কুম্ভে গেটসকে দেখানোর দাবি করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ এতে খানিকের জন্য বিভ্রান্তও হন৷  তবে বেশকিছু বিচক্ষণ মানুষ লক্ষ করে ভিডিওর মানুষটিকে দেখতে অমেকটা এক হলেও তিনি বিল গেটসই নন৷ একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ইনি বিল গেটস নন’’৷ আর একজন যোগ করেছেন, “তিনি দেখতে বিল গেটসের মতো। আসলে নন।” অন্য কেউ বলেছিলেন, “অবশ্যই ইনি বিল নন, নয়তো নিরাপত্তা বাহিনী তাঁকে ঘিরে রাখত।”
advertisement
মহা কুম্ভ ২০২৫ প্রথম ‘অমৃত স্নান’ দিয়ে শুরু হয়েছিল মঙ্গলবার, ১৪ জানুয়ারী, মকর সংক্রান্তির পবিত্র অনুষ্ঠানের দিন ‘অমৃত স্নান’ এর মধ্য দিয়ে শুরু হয়েছিল মহা কুম্ভ। মহানির্বাণী পঞ্চবতী আখড়ার সাধুরা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে মহা কুম্ভের সূচনা করেছিলেন।
এই বছরের মহা কুম্ভে মোট পাঁচটি ‘অমৃতস্নান’ নির্ধারিত হয়েছে। প্রথমটি ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), তারপর ২৬ জানুয়ারি (মৌনি অমাবস্যা), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা) এবং চূড়ান্তটি ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মহাকুম্ভের ভাইরাল ভিডিওতে বিল গেটস? তবে কি এবার তিনিও গেলেন প্রয়াগরাজে....জেনে নিন আসল সত্য কী?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement