Viral Video: প্রি-ওয়েডিং শ্যুটেই কনের ঠোঁটে চুমু! বর-কনের সঙ্গে একী করলেন ফটোগ্রাফার! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: ছবি তুলতে এসে যা ঘটে গেল এই বিয়ের আসরে! জানলে অবাক হবেন! জোর চর্চায় ভাইরাল ভিডিও
নয়া দিল্লি: আজ কাল বিয়ে মানেই দারুণ কিছু! বিরাট এক উৎসব। বিয়ে জীবনে এক বারই হয়! এই কথা মনে রেখেই সকলেই নিজেদের বিয়েটাকে স্পেশ্যাল করতে চান। শুধু সিনেমার তারকারা না, সাধারণ মানুষও সব সময় চেষ্টা করেন এই দিনটাকে বিশেষ করে তুলতে। যে যার নিজের সাধ্যমতো চেষ্টা করেন। তবে আজকাল বিয়ে মানেই ওয়েডিং ফটোশ্যুট। ভাইরাল রিল বা ভিডিও। বিয়ে বাড়ি ঘিরে আজকাল নানা কিছু দেখা যায়! বহু মজার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়!
সম্প্রতি তেমন এক প্রি ওয়েডিং ভিডিওতে ঘটল এক মজার ঘটনা। ভিডিওটি সাউথের। সাউথ ইন্ডিয়ান বউয়ের সাজে সেজেছেন কনে। বরকেও দেখা যাচ্ছে জমাটি সাজে। হাতে ক্যামেরা নিয়ে ঘুরছেন ফটোগ্রাফার। আজ কাল ফটোগ্রাফাররা তাঁদের গুণে বিয়েটাকে একেবারে সিনেমার মতো করে তোলেন। আলাদা করে পরিচালনা করেন। হবু বর বা কনেকে শিখিয়ে দেন কী ভাবে নাচতে হবে বা ক্যামেরার সামনে কী ভাবে পোজ দিতে হবে। আর এই চুমুর পোজ দেওয়া শেখাতে গিয়েই হল গণ্ডগোল।
advertisement
https://www.facebook.com/reel/875197503577396 –এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন ভিডিও। যা ইতিমধ্যে তুমুল ভাইরাল।
advertisement
হবু বর-কনেকে একটি চুমুর দৃশ্যের জন্য শট দিতে বলেন ফটোগ্রাফার। তাঁদেরকে চুমু খেতে নয় বলা হয় শুধু পোজ দিতে। কিন্তু হবু বউয়ের কাছে যেতেই পোজ ভুলে সোজা চুমুই খেয়ে ফেললেন হবু বর-কনে। এবার তা দেখে ফের ছুটে এলেন ফটিগ্রাফার। নিজে হাতে বর-কনের মাথা ঠিক করতে লাগলেন। এতক্ষণ সব ছিল ঠিক। কিন্তু ফটোগ্রাফারের কাণ্ড দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না কনে। হেস গড়ালেন তিনি। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই তুমুল ভাইরাল!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 10:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রি-ওয়েডিং শ্যুটেই কনের ঠোঁটে চুমু! বর-কনের সঙ্গে একী করলেন ফটোগ্রাফার! ভাইরাল ভিডিও