ভাইরাল ভিডিও : পার্কিং লটে একজন বয়স্ক মহিলার কাছে হেঁটে যাচ্ছে পেঙ্গুইন
- Published by:Brototi Nandy
Last Updated:
৩ লাখেরও বেশি ভিউ পাওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা সুন্দর পেঙ্গুইন পার্কিং স্পেসে একজন বয়স্ক মহিলার দিকে হেঁটে যাচ্ছে। viral video of an old lady and a penguin
এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখানো হয়েছে একজন বেশ বয়স্ক মহিলা পার্কিং যত দিয়ে হেঁটে যাচ্ছেন , হাতে তার একটি ছাতা , একটি ছোট হ্যান্ড ব্যাগ এবং একটি ঝোলা। তিনি গরমের জামাকাপড় পড়ে কোথাও যাচ্ছেন এসব নিয়ে। হঠাৎ দেখা যায় একটা পেঙ্গুইন তার কাছে হেঁটে আসছে। বৃদ্ধা খুব খুশি হয়ে মাথা নেড়ে তার সঙ্গে কথা বলছেন এবং পেঙ্গুইনটি খুব মনোযোগ সহকারে বৃদ্ধার কথা শুনছিল। ভিডিওটি গ্যাব্রিয়েল কর্নো শেয়ার করেছেন যা ৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে।
এতো সুন্দর এই ভিডিও দেখে নেটিজেনরা খুবই আপ্লুত। ভিডিওটি শেয়ার করার পরে এটি ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। ইউসাররা অনেকে বিভিন্ন রকমের কমেন্ট করেছেন ভিডিওটি দেখে। ভিডিওটি এখানে দেখুন।
Exchange of views in a parking lot pic.twitter.com/JPWVDI7JC9
— Gabriele Corno (@Gabriele_Corno) December 12, 2022
advertisement
advertisement
ভিডিওটিতে বয়স্ক মহিলার কথা শুনে তাকে ফরাসি বলেই মনে হয়। একজন টুইটার ইউসার তার কথাগুলি অনুবাদ করতে সাহায্য করেছিলেন। কথাগুলো কিছুটা এইরকম ছিল , "ওহ, তুমি অনেক সুন্দর। আমি তোমাকে ভালোবাসি । তুমি আমার বেস্টী। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখানে একটি চুম্বন। তুমি সুন্দর। তুমিই একজন যাকে আমি এখানে সবচেয়ে বেশি পছন্দ করি। কী করবে ? তুমি আমার ছাতা চাও ? তুমি আগামীকাল এখানে থাকবে? আমি আগামীকাল আবার দেখা করব। "
advertisement
অন্য একজন কমেন্ট করেছেন ," এটা খুবই মিষ্টি ,কিন্তু আমার বিশ্বাস পাখিটা মনে করছে যে ছাতাটি একটি সুন্দর দেখতে পেঙ্গুইন। "
আর একজন লিখেছেন ,"খুব মিষ্টি....দুজনেই।"
ভিডিওটিতে বয়স্ক মহিলার স্নেহশীলতা এবং পেঙ্গুইনের মিষ্টতা ফুটে উঠেছে।
view commentsLocation :
First Published :
December 22, 2022 2:28 AM IST