Viral Video: রাস্তার কুকুরকে কামড়ে খাচ্ছে পোষ্য পিট বুল, ভয়ঙ্কর এই ভিডিও দেখে শিউরে উঠছে দেশ!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: কুকুরটির গলায় কামড়ে ধরে রয়েছে পিট বুল কুকুরটি। তাকে ছাড়ানোর চেষ্টা করছে এক ব্যক্তি।
নয়ডা: এমন ভয়াবহ দৃশ্য এর আগে সচরাচর দেখা যায়নি সম্ভবত। নয়ডার সেক্টর ৫৩ এলাকায় পিট বুল প্রজাতির হিংস্র পোষ্য কুকুর খুবলে খাচ্ছে আরেকটি রাস্তার কুকুরকে।
কুকুরটির গলায় কামড়ে ধরে রয়েছে পিট বুল কুকুরটি। তাকে ছাড়ানোর চেষ্টা করছে এক ব্যক্তি। ভিডিওতে এই দৃশ্য দেখে গোটা দেশ শিউরে উঠেছে। সম্ভবত যে ব্যক্তি পিট বুলটিকে ছাড়ানোর চেষ্টা করছেন, তিনিই ওই কুকুরটির মালিক।
ANOTHER DOG ATTACK INCIDENT in Noida
This man’s unleashed dog (White-Dogo Argentino) attacked on a street dog & wounded the dog badly. The owner’s name is Narender Sharma residence of Ghijore Vill, Sector-53 Noida, opposite B-72.#Noida #dogattack pic.twitter.com/PExlrn4psP
— Netfundoo (@netfundoo) October 8, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: পাগলের মতো প্রেম করতেন গোবিন্দা ও নীলম, কিন্তু একটি কারণে এক হতে পারেননি কখনও! আজ বিস্মৃত হিরো নম্বর ১
রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য কোনও ব্যক্তি মোবাইলে এই ভিডিওটি করেন। পরে এটিই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ভিডিওটি সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও, এটি নয়ডার ঘটনা।
advertisement
ভিডিওটিতে শোনা যায় এক মহিলা বার বার ওই মালিককে বলছেন, এর পর থেকে এই কুকুরকে নিয়ে রাস্তায় বের হবেন না। তাঁর আশঙ্কা, কুকুরের পর এবার মানুষের মাংস খাবে ওই পিট বুল কুকুরটি।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 10:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রাস্তার কুকুরকে কামড়ে খাচ্ছে পোষ্য পিট বুল, ভয়ঙ্কর এই ভিডিও দেখে শিউরে উঠছে দেশ!