#পুণে: দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক টু-উইলার ওলা ইলেকট্রিক স্কুটারে (Ola Electric Scooter) আগুন লাগার একটি ঘটনা সম্প্রতি সামনে আসতেই মুহূর্তের মধ্যে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে ওলা এস১ প্রো (Ola S1 pro) ৷ এই ভিডিওটি পুণের লোহেগাঁও এলাকার বলে দাবি করা হয়েছে ৷
আরও পড়ুন: আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে কত হল
৩১ সেকেন্ডের এই ভিডিও-তে দেখা যাচ্ছে ব্যাস্ত একটি এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুটারটিতে আগুন লেগে যায় আচমকা ৷ তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি ৷ তবে মনে করা হচ্ছে কোনও প্রযুক্তিগত ক্রুটির কারণে স্কুটারে আগুন লেগে যায় ৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানিয়েছেন, এই আগুন স্কুটারে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারিতে শর্টসার্কিট থেকে লাগতে পারে ৷
Ola S1 Pro Caught Fire in Maharashtra. The vehicle already has temperature management issues as reported by many YouTubers and auto experts. #OlaS1 #OLAFIRE #olas1pro #evfire #ev #bhash @OlaElectric @bhash @varundubey pic.twitter.com/KLFTCnoVAV
— Manjunatha M (@nileshj100) March 26, 2022
আরও পড়ুন: মাত্র ৫টি স্টেপে করিয়ে নিন e-KYC, না হলে মিলবে না যোজনার টাকা
স্কুটারে ব্যবহার হয়ে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি -
জেনে রাখা দরকার যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে আগুন লাগলে তা নেভানো বেশ মুশকিল ৷ জলের সংস্পর্শে এলেই সেটা সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস ও লিথিয়াম-হাইড্রোক্সাইড তৈরি করে, যা আরও বেশি দাহ্য হাইড্রোজেন গ্যাসে পরিণত করে। ওলা S1-এ 2.97 kWh ব্যাটারি রয়েছে ৷ অন্যদিকে ওলা S1 প্রো-তে 3.98kWh ব্যাটারি পাওয়া যায় ৷ কারণ যাই হোক না কেন এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অনেকেই ভয় পেয়ে গিয়েছেন ৷ এবং যাঁরা আগামী দিনে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছিলেন তাদের জন্য একটু হলেও চিন্তার কারণ হয়ে উঠতে পারে এই ভিডিওটি ৷
আরও পড়ুন: আপনার Pan Card নকল নয় তো ? যাচাই করে নিন এই ভাবে...
গত বছর লঞ্চ করা হয়েছিল এই স্কুটারটি
ওলা ইলেকট্রিক স্কুটার জুলাই ২০২১ সালে লঞ্চ করা হয়েছিল ৷ কেবল ২৪ ঘণ্টায় ১ লক্ষ অর্ডার পেয়েছিল সংস্থা ৷ এরপর ১৬ ডিসেম্বর বেশি কিছু নির্দিষ্ট শহরে এই স্কুটারের ডেলিভারি শুরু করেছিল সংস্থা ৷ প্রথম ১০০টি স্কুটার চেন্নাই ও বেঙ্গালুরুর গ্রাহকদের ডেলিভার করা হয়েছিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ola E Scooter, Viral Video