Viral Video: নোংরা জামা-কাপড়, গায়ে ময়লা! লাখ টাকার বেশি খুচরো পয়সা দিয়ে আইফোন কিনল এক ভিখারি! ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video: ব্যাগ ভর্তি খুচরো পয়সা দিয়েই আইফোন কিনল এক ভিখারি! ভিডিও দেখলে চমকে যাবেন! জানুন আসল সত্যি

রাজস্থান:  আইফোন ১৫, সদ্য এসেছে বাজারে! এই ফোনের দাম এবার আগের থেকেও বেশি রাখা হয়েছে। লাখ টাকার উপরে দাম এই ফোনের। তবে আইফোন কেনার জন্য গোটা বিশ্বের মানুষ মুখিয়ে থাকেন! কী আছে এই মোবাইলে? কিছুই না আইফোন নামেই আছে সব জাদু! কোটিপতি থেকে ভিখারি সকলেই স্বপ্ন দেখে আইফোন কেনার! তবে সত্যি সত্যিই কী ভিখারি আইফোন কিনতে পারে? এমন এক অবাক করা কাণ্ডই ঘটেছে যোধপুরে! সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল শুরু হয়েছে।
ভারতে আইফোন ১৫ প্রোর দাম এক লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা! এর পর ফোনের মেমোরি অনুযায়ী বাড়বে এই ফোনের দাম! যোধপুরের এক ভিখারি কিনে ফেলল আইফোন প্রো! গোটা ভিডিও দেখলে অবাক হবেন! সারা শরীরে কালিঝুলি মাখা! ছেড়া ফাটা জামা-কাপড়! কাঁধে দুটো বস্তা চাপিয়ে এক যুবক ঢুকে পড়ল আইফোনের শোরুমে। প্রথমে তো তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু সে আইফোন কিনবে শুনে একটু চমকেই যায় দোকানদার! অবশেষে তাঁকে ঢুকতে দেওয়া হয়!
advertisement
advertisement
ভিখারি যুবকের কাঁধে থাকা বস্তা দোকানে গিয়ে খুলে দেখায়! তাতে রয়েছে লাখ টাকার বেশি ১ থেকে দশের কয়েন। সেই কয়েন দিয়েই সে কিনতে চায় আইফোন ১৫। যুবকের ইচ্ছে দেখে অবাক সকলে। এর পর গোটা দোকানের কর্মীরা মিলে সেই কয়েন গোনা শুরু করলেন। বহুক্ষণ ধরে কয়েন গুনে দেখা গেল যুবকের ওই বস্তাতে আইফোন ১৫ প্রো কেনার পয়সা রয়েছে। এই লাখ টাকার বেশি খুচরো পয়সা নিয়ে, নতুন আইফোন ১৫ প্রো যুবকের হাতে তুলে দেয় দোকানদার।
advertisement
advertisement
এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। তবে সত্যিই কী ওই যুবক ভিখারি? নাকি গোটাটা নাটক। অবেশেষে তথ্য ফাঁস হয়ে দেখা যায় আসলে ওই যুবক একজন ইউটিউবার। সে ভিখারির ছদ্মবেশ নিয়ে আইফোন কিনতে আসে। এটা তাঁর ইউটিউব ব্লগের জন্যই করা! তবে জানা যায়, ওই যুবকের মত আইফোন কেন শুধু যাদের প্রচুর টাকা তারাই কিনবে? পয়সা দিলে ভিখারিও আইফোন কিনতে পারে! এবং সমাজের সকলের সঙ্গে দোকানদারদের সমান ব্যবহার করতে হবে। এই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন যুবকের। সমাজের বড়লোক-গরীব ভেদাভেদ ভুলিয়ে ঐক্যের বার্তা দিতেই এই ভিডিও বানায় ওই ইউটিউবার যুবক!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নোংরা জামা-কাপড়, গায়ে ময়লা! লাখ টাকার বেশি খুচরো পয়সা দিয়ে আইফোন কিনল এক ভিখারি! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement