এলাকায় চলছিল পেট পুরে খাওয়াদাওয়া, পাতে দিতে গিয়ে তরকারির সঙ্গে উঠে এল বিষাক্ত সাপ! ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বালতি থেকে এমন একটা জিনিস বেরিয়ে এল, রীতিমতো হইচই পড়ে গেল। যদিও শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন সবাই। খারাপ কিছু ঘটেনি। কিন্তু ব্যাপারটা কী?
জয়পুর: ভান্ডারা চলছিল। খাওয়াদাওয়া, হইহুল্লোড়ে সরগরম এলাকা। ছড়িয়ে-ছিটিয়ে বসে অনেকেই। আনন্দের আবহ। কিন্তু তখনই বালতি থেকে এমন একটা জিনিস বেরিয়ে এল, রীতিমতো হইচই পড়ে গেল। যদিও শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন সবাই। খারাপ কিছু ঘটেনি। কিন্তু ব্যাপারটা কী?
এ দেশে পুজোপার্বণ হোক কিংবা কোনও অনুষ্ঠান, অনেকেই ভান্ডারা দেন। পেটপুরে চলে খাওয়াদাওয়া। খাবারও সবসময়ই সুস্বাদু হয়, ধর্মীয় বিশ্বাস এমনই। ভান্ডারাতে সাধারণত গোটা সবজির তরকারির সঙ্গে মিষ্টি কিছু দেওয়া হয়। লোকজন ভক্তি সহকারে খান। ভগবানের আশীর্বাদ কামনা করেন। পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকা ছাত্রছাত্রীদের কাছে আবার ভান্ডারা সুস্বাদু খাবারের গঙ্গোত্রী। গরিব-দুঃখীরাও কোথাও ভান্ডারার খবর পেলে ছুটে যান। একবেলার খাবারের বন্দোবস্ত হয়।
advertisement
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জয়পুরের একটি ভান্ডারার ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখেই বুক কেঁপে উঠছে নেটিজেনদের। তরকারি পরিবেশন করা হচ্ছিল। বালতি থেকে হাতা দিয়ে তুলে পাতে দিতে গিয়ে চক্ষু চড়কগাছ। আলু-কপির তরকারির সঙ্গে উঠে এল একটি বিষাক্ত সাপ। হাতা দিয়ে তরকারি তোলার সময়ই তাতে সাপ দেখা যায়।
advertisement
advertisement
সাপ তখনও বেঁচে: প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি কেউ। দিব্যি পাতে তরকারি ঢেলে দিচ্ছিলেন পরিবেশক। চলছিল খাওয়াদাওয়া। কিন্তু যিনি পরিবেশন করছিলেন তাঁর সন্দেহ হয়। বালতির ভিতর কী যেন নড়েছে! হাতা দিয়ে নাড়তেই কিলবিল করে ওঠে সাপ। সাপটা তখনও বেঁচে। তবে কারও পাতে পড়েনি এই রক্ষে।
advertisement

বিপদ কাটল: সঙ্গে সঙ্গে সাপটা বালতি থেকে বের করে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়া হয় সেই বালতির তরকারিও। সাপের বালতির তরকারি পরিবেশন হলে বহু মানুষের প্রাণ সংশয় হতে পারত। ভান্ডারায় আসা এক ব্যক্তি ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই লিখেছেন, ‘‘এবার থেকে ভান্ডারায় খাওয়ার আগে একশোবার ভাবতে হবে।’’ অনেকে আবার লিখেছেন, ‘‘ঈশ্বরের আশীর্বাদে খারাপ কিছু হয়নি এটাই বড় কথা।’’ এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ ভিডিওটি দেখেছেন।
Location :
Jaipur,Rajasthan
First Published :
February 22, 2024 12:03 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এলাকায় চলছিল পেট পুরে খাওয়াদাওয়া, পাতে দিতে গিয়ে তরকারির সঙ্গে উঠে এল বিষাক্ত সাপ! ভিডিও ভাইরাল