Viral Video: জমজমাট সন্ধে, রঙিন সন্ধে! গানের বিটে বিটে কোমর দুলিয়ে কাঁপালেন সোশ্যাল মিডিয়া, ভিডিও দুর্বার গতিতে ভাইরাল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
বর্তমানে যে কোনও আনন্দ অনুষ্ঠান নাচ না থাকলে অসম্পূর্ন। অনুষ্ঠান যাই হোক না কেন, সেখানে ডিজে বাজলে সকলেই পা মেলাতে এগিয়ে আসেন। সোশ্যাল মিডিয়াতে সেইরকমই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
কলকাতাঃ বর্তমানে যে কোনও আনন্দ অনুষ্ঠান নাচ না থাকলে অসম্পূর্ন। অনুষ্ঠান যাই হোক না কেন, সেখানে ডিজে বাজলে সকলেই পা মেলাতে এগিয়ে আসেন। কিছু লোক এত ভাল নাচ করে যে তাঁরা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। সোশ্যাল মিডিয়াতে সেইরকমই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অবাক নেটিজেনরা।
ভিডিওতে যেখানে এক মধ্যবয়সি ভদ্রলোক অসাধারন ডান্স মুভ দেখিয়ে উপস্থিত সকলকে তাক লাগিয়েছেন। যা দেখে করতালির মধ্যমে সকলে তাঁর অনুপ্রেরণা দেন। হরিয়ানভি গান বাজানো শুরু হতেই তিনি সকলকে আবাক করে নৃত্য পরিবেশন শুরু করেন। মধ্যবয়সি ভদ্রলোক হরিয়ানভি গান ‘হাট জা তাই পাচে নে’-এ দারুন পারফর্ম করেন। তাঁর নাচ মানুষের মন জয় করছে। তাঁর এক্সপ্রেশন এবং ডান্স স্টেপ সত্যিই দেখার মতো।
advertisement
advertisement
advertisement
ভিডিওটি ভাইরাল হতেই সকলে লাইক এবং শেয়ার করে তা। ভিডিও-এর ক্যাপশনে লেখা আছে, ‘নাচের কোনও বয়সসীমা নেই।’ এই ভিডিওটি গত ১ ডিসেম্বর শেয়ার করা হয়েছে। এবং বর্তমানে তা ৩ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। একই সঙ্গে সকলে তাঁকে সাধুবাদ জানিয়েছেন বয়স ভুলে এইরকম নৃত্য পরিবেশনের জন্য।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 2:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: জমজমাট সন্ধে, রঙিন সন্ধে! গানের বিটে বিটে কোমর দুলিয়ে কাঁপালেন সোশ্যাল মিডিয়া, ভিডিও দুর্বার গতিতে ভাইরাল