Viral Video: বিকিনি পরা মহিলা দেখলেই ধেয়ে এসে কামড়াচ্ছে কুকুর! কী কাণ্ড! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: কী কাণ্ড! ভিডিও দেখলে বিশ্বাস হবে না! তবে ভিডিও ভাইরাল হতেই নানা মন্তব্যের ঝড় উঠেছে!

অস্ট্রেলিয়া:  কুকুরকে মানুষের সব থেকে পরম বন্ধু বলা হয়। আদিকাল থেকে মানুষের সঙ্গী কুকুর। পোষ্য কুকুরের ভরসায় মানুষ অনেক কিছু করে থাকে। কিন্তু এমন ঘটনা সামনে এসেছে যা জানলে অবাক হতে হয়। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও শেয়ার হয়েছে। ভিডিওটি শেয়ার করেছে স্কাই নিউজ। যা দেখলে আপনি অবাক হতে বাধ্য। অস্ট্রেলিয়ার কে-গারি বিচের ভিডিও।
এই বিচে সাধারণত সমুদ্র-স্নানে যেয়ে থাকেন মানুষ। এখানে বিকিনিতেই দেখা যায় সব মহিলাদের। স্নান সেরে বিকিনি পরে রোদে ঘুমিয়ে ভিটামিন ডি নেন তারা। এটি খুব পরিচিত দৃশ্য। কিন্তু এই বিচেই রয়েছে একদল জংলি কুকুর। যাদেরকে বলা হয় ডিঙ্গো। এরা সাধারণত এখানকার রাস্তার কুকুরের মতোই হয়। এই সব বিচে ডিঙ্গো ডগেরা সব সময় ঘুরে বেড়ায়। কিন্তু বিকিনি পরা মহিলা দেখলেই তেড়ে এসে কামড়াতে দেখা যায়নি এদের কখনও সম্প্রতি এমন এক ঘটনাই ঘটেছে।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রতটে অনেকেই বিকিনি পরে বসে আছেন। এক মহিলা শুয়ে ছিলেন উল্টো হয়ে। হঠাৎ করেই সেই ডিঙ্গো এসে মহিলাকে শুকতে থাকে। এই পর্যন্ত তো ঠিক ছিল। এর পরেই ঘটে যায় এক মহা কাণ্ড। মহিলা ডিঙ্গোকে শুকতে দেখে উঠে যেতে চেষ্টা করে। আর ঠিক সেই সময় এক লাফে মহিলার পশ্চাৎদেশে কামড়ে দেয় ডিঙ্গো। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। কিছু ছেলে ডিঙ্গোদের তাড়াতে গেলে উল্টে কামড়াতে আসে। অনেকেই বলছেন এইরকম আচরণ স্বাভাবিক নয়। কেন ওই কুকুরেরা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এটাই প্রথম নয় এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে এই কুকুরেরা!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিকিনি পরা মহিলা দেখলেই ধেয়ে এসে কামড়াচ্ছে কুকুর! কী কাণ্ড! তুমুল ভাইরাল ভিডিও
Next Article
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE