Viral Video: প্রিয় বান্ধবীকে নিয়েই স্বামীর সঙ্গে সহবাস মহিলার ! নেট দুনিয়ায় তুমুল ভাইরাল তিনের ভিডিও

Last Updated:

Viral Video: সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই তিনের জুটির ভিডিও।

photo source Instagram
photo source Instagram
#মুম্বই:  দুনিয়া বড়ই গোলমেলে। এখানে যে খন কী হয়, তা বোঝা মুশকিল। তার পরে এখন আবার ভাইরাল (Viral Video) যুগ। নানা কিছু রোজ আসে সামনে। কোথাও দেখা যায় কেউ গান করে ভাইরাল। কেউ নেচে, কেউ আবার এমন আজব কিছু করছেন, যা দেখে চক্ষু চড়কগাছ। এই সব নানা কিছুর মধ্যে সম্প্রতি এক নতুন গল্প সামনে এসেছে। আরমান, পায়েল ও কৃতিকা মালিকের গল্প।
এমনিতে এই তিন জন সোশ্যাল(Viral Video) মিডিয়া স্টার। টিকটক ভিডিও বানিয়েই সকলের সামনে আসেন এই তিনজন। টিকটকের পর এখন ইনস্টাগ্রামেও সমান জনপ্রিয় এই তিনের জুটি। তবে বাস্তব জীবনে এই তিনজনের স্বামী-স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, ঠিক পড়েছেন। পায়েল ও কৃতিকা বিয়ে করেছেন আরমান মালিককে। পায়েল এবং আরমানের একটি বছর পাঁচেকের ছেলেও রয়েছে। তিনজনেই এক সঙ্গে সুখে করছেন ঘর। সতীন নিয়ে ঘর, এদিকে একদম ঝগড়া নেই তাঁদের।
advertisement
advertisement
advertisement
মজার বিষয় হল কৃতিকা ও পায়েল ছোট বেলার বন্ধু। এবং প্রিয় বান্ধবী তাঁরা। আরমান ও পায়েলের বিয়ে হয় ভালবেসে। এর পর কেটে যায় ছয় বছর। একটি সন্তানও হয় তাঁদের। এর পর গল্পে আসে নতুন মোড়। একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে পায়েলের প্রিয় বান্ধবী কৃতিকার সঙ্গে আলাপ হয় আরমানের। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান আরমান-কৃতিকা।
advertisement
advertisement
advertisement
এদিকে স্বামী ও বান্ধবীর প্রেমের খবর জানতে পেরে যান পায়েল। এর পর পায়েল যা করেছেন তা রীতিমতো চমকে দেবে। প্রিয় বান্ধবী কৃতিকার সঙ্গে নিজের স্বামীর বিয়ে দেন পায়েল। তবে এখানেই শেষ নয়। এক বাড়িতেই থাকতে শুরু করেন তিন জনে। এবং তিন জনে এক সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যৌনতা, প্রেম, সংসার কোনও কিছু নিয়েই বিবাদ নেই এই তিন জনের। তাঁদের নানা আবেগঘন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই তিন জনের ভালবাসায়(Viral Video) মুগ্ধ নেটিজেনরা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রিয় বান্ধবীকে নিয়েই স্বামীর সঙ্গে সহবাস মহিলার ! নেট দুনিয়ায় তুমুল ভাইরাল তিনের ভিডিও
Next Article
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE