Viral Train Reel Video: রেল লাইনের পাশে দাঁড়িয়ে চলছিল রিলস তৈরির কাজ, হঠাৎ ট্রেন থেকে ভেসে এলো লাথি! তারপর...দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Train Reel Video: দ্রুতগামী ট্রেনের কাছে রিল বানানোর সময় যাত্রীর পায়ে আঘাত পেল ছেলেটি৷ তবে এমন ঘটনার জন্য ইন্টারনেটের তরফ থেকে কোনও সহানুভূতি দেখানো হয়নি...
নয়াদিল্লি: রোজকার জীবনে আমাদের মোবাইলে এমন অনেক ভিডিও আসে, যেগুলি অবাক করে দেয়৷ কোনও কোনও ঘটনা দেখে আমাদের খারাপ লাগলেও, পরে মনে হয়, যা হয়েছে ঠিকই হয়েছে৷ এমনই একটি ঘটনা এবার প্রকাশ্যে৷ ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন আপনিও৷
ভিডিওতে দেখা গিয়েছে, একজন যুবক দ্রুতগামী ট্রেনের খুব কাছে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকতে৷ সেখানে সে রিলস বানাচ্ছিল৷ হঠাৎ ট্রেন থেকে কেউ একজন সেই ছেলেটিকে সজোড়ে আঘাত করে৷ যার ফলে সে সামান্য আঘাত পায়। ভাইরাল ক্লিপটি সমালোচনা এবং উদ্বেগ উত্থাপন করেছে।
advertisement
advertisement
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার লোভে অনেকেই বিপজ্জনক কাজ করছেন, যা তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি, একটি ভিডিওতে দেখা গেছে, এক তরুণ রেললাইনের খুব কাছাকাছি দাঁড়িয়ে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলেন। দ্রুতগতির একটি ট্রেন তার পাশ দিয়ে যাওয়ার সময়, ট্রেনের একজন যাত্রীর পা তার হাতে আঘাত করে। আঘাত পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বসে পড়েন এবং আহত হাত চেপে ধরেন।
advertisement
আরও পড়ুন: সীমা হায়দার-সচিন মীণা-এর বাড়িতে জোর করে ঢুকে গেল এক যুবক! জানালো, ‘কালো জাদুর টানে চলে এসেছি’
ভিডিওটি ইনস্টাগ্রামে @la_ddu2028 নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যে ২৬১ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। অনেকেই এই আচরণের সমালোচনা করেছেন এবং তরুণদের এমন বিপজ্জনক স্টান্ট থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, রেললাইনের খুব কাছাকাছি দাঁড়ানো অত্যন্ত বিপজ্জনক। দ্রুতগতির ট্রেনের সৃষ্ট বায়ুচাপ একজন মানুষকে ট্রেনের দিকে টেনে নিতে পারে। এই ধরনের ভিডিওগুলি তরুণদের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত, যাতে তারা সামাজিক মাধ্যমের স্বীকৃতির চেয়ে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 11:51 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Train Reel Video: রেল লাইনের পাশে দাঁড়িয়ে চলছিল রিলস তৈরির কাজ, হঠাৎ ট্রেন থেকে ভেসে এলো লাথি! তারপর...দেখুন ভিডিও