Viral Story: অ্যাকাউন্ট খুলেই চমক, ভুল বশত এল ১৬ লক্ষ টাকা, তারপর ব্যক্তি যা করলেন....শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:

ব্যাঙ্ক ম্যানেজারের মতে, 31 ডিসেম্বর, 16 লক্ষ টাকা ভুলবশত কৃষকের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল। এই পরিমাণ ছিল নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির শস্য বীমা প্রিমিয়ামের জন্য

ভুল করে গেল ১৬ লক্ষ টাকা
ভুল করে গেল ১৬ লক্ষ টাকা
আজমের: এক অদ্ভুত ঘটনা ঘটল রাজস্থানের আজমের জেলায়। এক কৃষক তাঁর অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই চমক। ব্যাঙ্কের অ্যাকাউন্টে নাকি ১৬ লক্ষ টাকা। তাও নাকি ভুলবশত! কিন্তু সেই অর্থ কেন ফেরত দেবেন তিনি? আর তাতে সমস্যা আরও বৃদ্ধি পায়। এর ঘটনায় হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কিশানগড়ের আরনি থানা এলাকায়। যেখানে ছোট লাম্বা গ্রামের বাসিন্দা কৃষক কানারাম জাট। তাঁর ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্টে তিনি হঠাৎই প্রায় ১৬ লাখ টাকা পেয়ে যান। পাওয়ার পরই যারপরনাই আনন্দিত তিনি। ব্যাস, এই টাকা দিয়ে ব্যক্তিগত লোন মিটিয়ে ফেলা হল।
যাই হোক, শেষ অবধি ব্যাঙ্কের কতৃপক্ষের বোধোদয় হয়। আসলে নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ফসল বীমা প্রিমিয়াম হিসাবে এই টাকাটি দেওয়া হয়েছিল। কিন্তু ভুলবশত ৩১ ডিসেম্বর কানারামের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণে টাকা চলে যায়।
advertisement
advertisement
ব্যাঙ্ক অফ বরোদার ম্যানেজার জিতেন্দ্র ঠাকুর মঙ্গলবার সন্ধ্যায় আরানি থানায় এই বিষয়ে এক অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি জানান “৩১ ডিসেম্বর, কৃষক কানারাম জাটের অ্যাকাউন্টে ভুলবশত ১৬ লক্ষ টাকা চলে যায়। প্রিমিয়ামের জন্য এই টাকাটি দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাঙ্কের ভুলে এটি কানারামের অ্যাকাউন্টে চলে যায়।”
তিনি আরও জানান, “প্রথম দিকে, আমাদের কর্মীরা বুঝতে পারেননি।’’
advertisement
ব্যাঙ্ক ম্যানেজারের অভিযোগ থেকে জানা গিয়েছে, জাট ২ থেকে ৪ জানুয়ারির মধ্যে প্রায় ৫ লক্ষ টাকার তিনটি পৃথক লেনদেন করেছে। অর্থাৎ ব্যক্তিগত কাজের জন্য তিনি সম্পূর্ণ ১৫ লক্ষ টাকাই তুলে নিয়েছিলেন। ব্যাঙ্কের কতৃপক্ষ ১০ জানুয়ারি এই বিষয়টি বুঝতে পারে। তিনি আরও জানান, ‘‘আমাদের তরফ থেকে কৃষকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু তিনি অস্বীকার করেছেন।”
advertisement
ব্যাঙ্কের কতৃপক্ষ ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছেন। কানারাম জাটের কিষাণ ক্রেডিট কার্ড এবং ১৬ বিঘা জমির নথি ব্যাঙ্কের কাছে আছে। কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, যদি তিনি টাকা ফেরত না দেন, তা হলে তার এই জমি নিলামে তুলে টাকা আদায় করতে ব্যাঙ্ক বাধ্য হবে।
পুলিশ আধিকারিক রামস্বরূপ জানিয়েছেন এই ঘটনার তদন্ত চলছে। তিনি আরও জানান “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’ তদন্তের স্বার্থে কৃষকের ব্যাঙ্ক স্টেটমেন্টও খতিয়ে দেখা হবে বলে তিনি জানাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Story: অ্যাকাউন্ট খুলেই চমক, ভুল বশত এল ১৬ লক্ষ টাকা, তারপর ব্যক্তি যা করলেন....শুনলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement