Couple Cuddling in Flight: ৪ ঘণ্টার বিমানসফরে একী কাণ্ড! প্রেমিক-প্রেমিকা জড়াজড়ি করে শুয়ে...! চরম অস্বস্তিতে গোটা ফ্লাইট!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Teesta Barman
Last Updated:
Couple Cuddling in Flight: বিমানে যুগলের অন্তরঙ্গ ছবি আপলোড করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সিটের উপর একে অন্যকে জড়িয়ে, ঘাড়ের উপর পা তুলে শুয়ে আছেন দুই তরুণ-তরুণী।
কলকাতা: মেঘের মধ্যে দিয়ে উড়ছে বিমান। জানলার বাইরে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সোনালি রোদ আর পেঁজা মেঘের লুকোচুরি। ওদিকে বিমানের ভিতর জড়াজড়ি করে শুয়ে যুগল। ঘন নিঃশ্বাসের শব্দ। বেজায় অস্বস্তিতে অন্য যাত্রীরা। সম্প্রতি ৪ ঘণ্টার ফ্লাইটে এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকলেন নিউইয়র্কের এক যাত্রী।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন ওই যাত্রী। শুধু তা-ই নয়, বিমানে যুগলের অন্তরঙ্গ ছবিও আপলোড করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সিটের উপর একে অন্যকে জড়িয়ে, ঘাড়ের উপর পা তুলে শুয়ে আছেন দুই তরুণ-তরুণী। তাঁর কথায়, ৩০ হাজার ফুট উপরেও এঁদের আলাদা করা যায়নি। ছবির ক্যাপশনে লিখেছেন, “বিমানে এমন দৃশ্য! বিশ্বাস হচ্ছে না। পুরো ৪ ঘণ্টার ফ্লাইট এভাবেই কাটল”।
advertisement
Can’t believe my view on the plane
It was like this the whole 4 hour flight. 😆😆 pic.twitter.com/ruz39rLzDm— FLEA 🇭🇹 (@babyibeenajoint) April 5, 2024
advertisement
স্বাভাবিকভাবেই এমন ছবি ভাইরাল হতে সময় লাগেনি। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, “বিমানের মধ্যে এভাবে… ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কিছু বলেননি? আমি তো ভাবতেও পারছি না”। এক্স ইউজাররা যে এই ছবি খুঁটিয়ে দেখেছেন, বোঝা যায় আরেকজনের মন্তব্যে। তিনি লিখেছেন, “আরে, ওরা খালি পায়ে। আমি পাগল হয়ে যাব”। কেউ কেউ স্কুল-কলেজের স্মৃতিতে ডুব দিয়েছেন। লিখেছেন, “কলেজে এমন যুগলের দেখা মেলে। আমি মোটেই পছন্দ করি না। সবাই কেমন বিচ্ছিরিভাবে তাকিয়ে তাকিয়ে দেখে। কিন্তু ওদের কোনও ভ্রূক্ষেপ নেই”।
advertisement
তবে শুধু এই ছবি নয়, বিমানের পরিবেশ নিয়েও জোর চর্চা চালাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ যুগলের পিছনে বসা মহিলা যাত্রীর কথা তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মহিলা যাত্রীর এক পায়ে জুতো। অন্য পায়ের জুতো খোলা। সিটে মাথা হেলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তিনি। কোনওদিকে পরোয়া নেই। মুখ খোলা। একজন লিখেছেন, “ঘরের মেয়েকে বিরক্ত করো না। ঘরের মেয়ের মতো চুপচাপ ঘুমোও”। আরেকজন কটাক্ষ করে লিখেছেন, “সে গুড়ে বালি। যে এভাবে ঘুমোচ্ছে তাঁকে নিয়ে কথা বলতেই হবে। এক পায়ে জুতো, আর এক পায়ে জুতো নেই। হচ্ছেটা কী”!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 12, 2024 2:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Couple Cuddling in Flight: ৪ ঘণ্টার বিমানসফরে একী কাণ্ড! প্রেমিক-প্রেমিকা জড়াজড়ি করে শুয়ে...! চরম অস্বস্তিতে গোটা ফ্লাইট!










