Viral || Paratha In English: পরোটার ইংরেজি কী? প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম? 'সঠিক' উত্তর শুনলে আকাশ থেকে পড়বেন!

Last Updated:

Viral || Paratha In English: পরোটাকে ইংরেজিতে কী বলে? এই প্রশ্নের উত্তর দিয়ে মন জয় করলেন এই খুদে মেয়ে। কী বলেছে সে যে নেটিজেনরা শুনে হেসে গড়াগড়ি? শুনুন তবে নিজের কানেই।

পরোটা তরকারি
পরোটা তরকারি
#ভাইরাল ভিডিও: পরোটা খেতে কে না ভালোবাসে। বড় থেকে ছোট সব বয়সিদেরই ফেভরিট তালিকায় রয়েছে এই আটা অথবা ময়দা দিয়ে তৈরি এই গোল বা তিনকোণা খাবারটি। এখন অনেক সময়ই মনে প্রশ্ন আসতে পারে এই অভিনব ও মজাদার দেশীয় খাবারটির একটা ইংরেজি নাম কি আছে? সাধারণত রেস্তোরায় পরোটাকে 'ব্রেড' সেকশনে পাওয়া যায় মেনু কার্ডে। কিন্তু সত্যিই কি কোনও ইংরেজি নাম রয়েছে এই খাবারের? সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কীভাবে একটি মেয়ে তার বোনকে জিজ্ঞেস করে পরোটাকে ইংরেজিতে কী বলে? এতে বোন উত্তর দেয় যে পরোটাকে ইংরেজিতে বলে Paratha। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ভিডিও। এই ভিডিও দেখে মানুষ হাসি থামাতে পারবেন না।
advertisement
আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও খুব সুন্দর, আবার কিছু ভিডিও এমন যে দেখার পর আপনি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে দেখা যায় দুটি ছোট মেয়ে একে অপরের সঙ্গে কথা বলছে। একটা মেয়ে তার বোনকে জিজ্ঞেস করে পরাঠাকে ইংরেজিতে কি বলে, যার উত্তরে আরেক মেয়ে বলে- আমি জানি না। তখন ছোট বোন এই উত্তর দেয়।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কীভাবে একটি মেয়ে তার বোনকে জিজ্ঞেস করে পরাঠাকে ইংরেজিতে কী বলে। এতে বোন উত্তর দেয় যে পরাঠাকে ইংরেজিতে বলে Paratha। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ভিডিও। এই ভিডিও দেখে মানুষ হাসি থামাতে পারবে না।
advertisement
এই ভিডিওটি JaikyYadav16 নামের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শেয়ার করেছেন। অনেকেই এই ভিডিওটি পছন্দও করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওতে অনেকের মন্তব্য দেখা যাচ্ছে। এই ভিডিওটি লেখার সময় পর্যন্ত হাজার হাজার ভিউ পাওয়া গিয়েছে দেখা যাচ্ছে ভিডিওটিতে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral || Paratha In English: পরোটার ইংরেজি কী? প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম? 'সঠিক' উত্তর শুনলে আকাশ থেকে পড়বেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement