টাকার জন্য সন্তানের জন্ম দেন কলম্বিয়ার এই মহিলা ! মাতৃত্ব নিয়ে মাথাব্যথা নেই তাঁর

Last Updated:

প্রত্যেক সন্তানের জন্য আর্থিক সহায়তা দেয় কলম্বিয়ার সরকার। এটাই মার্থার অনুপ্রেরণা। যত খুশি সন্তান হোক। লালনপালনের চিন্তা নেই। সরকার আছে।

টাকার জন্য সন্তানের জন্ম দেন কলম্বিয়ার মার্থা, মাতৃত্ব নিয়ে মাথাব্যথা নেই তাঁর (Photo: Canva)
টাকার জন্য সন্তানের জন্ম দেন কলম্বিয়ার মার্থা, মাতৃত্ব নিয়ে মাথাব্যথা নেই তাঁর (Photo: Canva)
বোগোটা, কলম্বিয়া: সিঙ্গল মাদারের কথা আজকাল সবাই জানেন। কিন্তু সিঙ্গল মাদার হয়েও ১৯ সন্তানের জননী! আবার ২০তম সন্তানের জন্মও দিতে চলেছেন তিনি। কলম্বিয়ার ঘটনা। আরও আশ্চর্যের বিষয় হল, তাঁর সমস্ত সন্তানের বাবা আলাদা। অর্থাৎ অচেনা পুরুষের সন্তান গর্ভে ধরেছেন তিনি। শুধু তাই নয়, একাই বড় করেছেন তাঁদের। ওই মহিলা আরও সন্তান নিতে চান। কেন? কারণ, সন্তান পালনের খরচ দেয় সরকার।
কলম্বিয়ার ওই মহিলার নাম মার্থা। বয়স ৩৯ বছর। ১৯টি সন্তানকে একা হাতে মানুষ করছেন। আরও সন্তান চান তিনি। মার্থার ১৭তম সন্তানের বয়স এখনও ১৮ হয়নি। তিনি জানিয়েছেন, যতদিন শরীর দেবে, ততদিন তিনি সন্তানের জন্ম দিতে চান।
advertisement
advertisement
মাতৃত্ব এক অনন্য অনুভূতি। তবে মার্থার কাছে এটা লাভজনক ব্যবসা। তিনি বলছেন, ‘মা হওয়াটা একরকমের ব্যবসাই। আমি সন্তান ধারণ করব। জন্ম দেব। ফসল বড় হয়ে গেলে ঘর ছেড়ে চলে যাবে’। আর বাবারা? মার্থার কথায়, ‘ওরা দায়িত্বহীন’। কিন্তু টাকার জন্য সন্তান? শুনতে অদ্ভুত লাগলেও মার্থার কাছে এটাই স্বাভাবিক।
Photo: Instagram Photo: Instagram
advertisement
প্রত্যেক সন্তানের জন্য আর্থিক সহায়তা দেয় কলম্বিয়ার সরকার। এটাই মার্থার অনুপ্রেরণা। যত খুশি সন্তান হোক। লালনপালনের চিন্তা নেই। সরকার আছে। মার্থা জানিয়েছেন, বয়সে বড় সন্তানের জন্য তিনি ৬৩০০ টাকা এবং ছোটদের জন্য ২৫০০ টাকা করে সরকারের থেকে পান।
advertisement
প্রতি মাসে কলম্বিয়া সরকারের থেকে মার্থা মোট ৪২ হাজার টাকা পান। এছাড়া স্থানীয় গির্জা এবং প্রতিবেশীরাও সাহায্য করে। তবে তিন কামরার বাড়িতে ১৯ শিশুকে নিয়ে থাকাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। শিশুদের নানা সমস্যায় হয়। অনেক সময় পেট ভরে খাবার জোটে না। কিন্তু এসব নিয়ে মাথা ঘামান না মার্থা। সন্তান কীভাবে বড় হচ্ছে এটা তাঁর দেখার বিষয় নয়। তিনি আরও সন্তানের জন্ম দিয়ে যেতে চান এবং সেটা যতক্ষণ না শরীর অক্ষম হয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত। কারণ? টাকা। এটাই মার্থার লাভ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
টাকার জন্য সন্তানের জন্ম দেন কলম্বিয়ার এই মহিলা ! মাতৃত্ব নিয়ে মাথাব্যথা নেই তাঁর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement