Viral news: মৃত শাশুড়িকে জীবন্ত করে তুললেন বউমা! মাকে দেখেই চমকে উঠলেন ছেলে, যা ঘটল...

Last Updated:

Viral news: বর্তমান যুগে যেখানে শাশুড়ি-বৌমাদের সম্পর্কের জটিলতা সাংসারিক জীবনে হামেশাই দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মৃত শাশুড়িকে এভাবেই জীবন্ত করে তুললেন বৌমা! যা দেখে চমকে উঠলেন সকলে।

+
সিলিকনের

সিলিকনের মূর্তি 

উত্তর ২৪ পরগনা: বর্তমান যুগে যেখানে শাশুড়ি-বৌমাদের সম্পর্কের জটিলতা সাংসারিক জীবনে হামেশাই দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মৃত শাশুড়িকে এভাবেই জীবন্ত করে তুললেন বৌমা! যা দেখে চমকে উঠলেন সকলে। এদিন বিরাটির সুবি ইন্ডিয়ার কারখানায় ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা।
বর্তমানে ব্যারাকপুরের বাসিন্দা প্রাক্তন ডিফেন্স অফিসারের মৃত মাকে এত নিখুঁতভাবে জীবন্ত করে তুললেন সিলিকন আর্টিস্ট সুবিমল দাস, যা দেখে বৌমা রেখা-সহ হতবাক ছেলে কর্নেল সিএস গঙ্গোপাধ্যায় নিজেও। মৃত মাকে চোখের সামনে দেখে কেঁদে ফেলেন এই প্রাক্তন সেনা আধিকারিক। গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ২০১৫ সালের ১৪ জানুয়ারি শাশুড়িকে হারান রেখা। সেই জায়গা থেকে বৌমা রেখার নজরে আসে সিলিকন আর্টিস্ট সুবিমল দাসের বিভিন্ন সিলিকনের কাজ।
advertisement
advertisement
এরপরই মৃত শাশুড়িকে অন্যভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা মাথায় আসে তাঁর। তবে এই বিষয়ে পরিবারের কাউকেই জানতে দেননি তিনি। রেখার বড় মেয়ে তন্নিষ্ঠা গঙ্গোপাধ্যায়ের আর্টিস্ট হওয়ায়, মেয়ের সাহায্য নিয়েই শাশুড়ির একটি ছবি নিয়ে সুবিমল দাসের সঙ্গে যোগাযোগ করেন। সেই অনুযায়ী তৈরি হয় মূর্তি।
advertisement
হঠাৎ করেই মৃত মানুষকে চেয়ারে সশরীরে বসে থাকতে দেখে সকলেই চমকে যান। সুবিমল দাসের নিখুঁত হাতের ছোঁয়ায় সিলিকন মডেলে দীর্ঘ প্রায় দশ বছর আগে মৃত শাশুড়ি হয়ে ওঠেন জীবন্ত। যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না ছেলে-সহ গঙ্গোপাধ্যায় পরিবারের অনেকেই। এভাবেই যেন বৌমা রেখা দে গঙ্গোপাধ্যায় তাঁর মৃত শাশুড়িকে বাড়িতে ফিরিয়ে নিয়ে সাংসারিক জীবনে বৌমা ও শাশুড়ির সম্পর্কে এক নতুন দৃষ্টান্ত তৈরি করলেন। সমাজেও যা এক অপূর্ব উদাহরণ হয়ে রইল। গোটা পরিবারের তরফ থেকে বিখ্যাত সিলিকন আর্টিস্ট সুবিমল দাসকে দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral news: মৃত শাশুড়িকে জীবন্ত করে তুললেন বউমা! মাকে দেখেই চমকে উঠলেন ছেলে, যা ঘটল...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement