Viral News: কাজ করে করে ক্লান্ত! বিশ্রাম নিতে চাকরি ছেড়ে যা সিদ্ধান্ত নিলেন যুবক, ভাবতে পারবেন না

Last Updated:

Viral News: অনেকদিন চাকরি করে ক্লান্ত হয়ে পড়ায় চাকরি ছেড়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত ২৯ বছর বয়সি এক যুবকের। যুবকের নাম লি শু। ঘটনাটি ঘটেছে চিনের শিচুয়ান প্রদেশে।

বিশ্রাম নিতে চাকরি ছেড়ে যা সিদ্ধান্ত নিলেন যুবক, ভাবতে পারবেন না
বিশ্রাম নিতে চাকরি ছেড়ে যা সিদ্ধান্ত নিলেন যুবক, ভাবতে পারবেন না
অনেকদিন চাকরি করে ক্লান্ত হয়ে পড়ায় চাকরি ছেড়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত ২৯ বছর বয়সি এক যুবকের। যুবকের নাম লি শু। ঘটনাটি ঘটেছে চিনের শিচুয়ান প্রদেশে। লি শু চাকরি ছেড়ে ২০০ দিন ধরে একটি পরিত্যক্ত গাড়ি পার্কিং এলাকাতে একটি তাঁবুতে থাকছেন।
লি-এর কমলা রঙের তাঁবুর চারদিকে ইট-পাথরের স্তূপ। তিনি তাঁর তাঁবুর গায়ে একটি নোটিস টাঙিয়ে দিয়েছেন। সেখানে লেখা আছে, ‘এই তাঁবুটি একজনের বাড়ি। তাঁকে সম্মান করুন। দয়া করে কোনও ব্যক্তিগত জিনিসে হাত দেবেন না।’ নোটিসে আরও লেখা আছে, ‘যদি কেউ আমাকে সরিয়ে দিতে চান, তাহলে সেটা আমাকে ডেকে বলুন। আমি কিন্তু এখানে স্থায়ীভাবে থাকতে আসিনি। অল্প কিছুদিনের জন্য এসেছি। যদি কোনও অসুবিধা করে থাকি কারুর, সেক্ষেত্রে আমি ক্ষমাপ্রার্থী। তাহলে দ্রুত এলাকা ছেড়ে চলে যাব আমি।’
advertisement
advertisement
চিনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০১৮-য় চাকরি ছেড়ে দেন লি। তিনি অতিরিক্ত কাজের চাপ নিতে পারছিলেন না। তাঁর একটু বিশ্রাম প্রয়োজন ছিল। চাকরি ছেড়ে লি একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। পরে শহরের পরিত্যক্ত গাড়ি পার্কিং এলাকায় তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেন তিনি। তার প্রধান কারণ অর্থ সংকট। বাড়ি ভাড়া দেওয়ার মতো অর্থ তাঁর কাছে আর ছিল না। তাই, লি এই সেকেন্ড হ্যান্ড তাঁবুটি কেনেন। এটা কিনতে তাঁর ৪০০ ইয়েন খরচ হয়েছে যার ভারতীয় মূল‍্য আনুমানিক চার হাজার সাতশো টাকা।
advertisement
ইতিমধ‍্যে তাঁবুতে থাকার জন্য নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কিনেছেন তিনি। ক্যামেরা ও কম্পিউটারও কিনেছেন। এছাড়া তাঁবুতে নিজেই রান্না করে খাচ্ছেন লি। তিনি নিজেই রান্না করছেন। তবে তাঁবুতে পানীয় জলের সমস্যা আছে। তাই, প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে তা সংগ্রহ করতে হয় তাঁকে। তবুও, তিনি শান্তিতে আছেন। তাঁর কথায়, ‘এই মুহূর্তে জীবনে শুধুমাত্র শান্তি চাই। সেই শান্তির খোঁজেই তাঁবুতে এসে থাকছি। আমার কোনও অসুবিধা হচ্ছে না।’ নেটিজেনদের কথায় লি-এর এই জীবনযাপন বহু মানুষকে অনুপ্রাণিত করবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: কাজ করে করে ক্লান্ত! বিশ্রাম নিতে চাকরি ছেড়ে যা সিদ্ধান্ত নিলেন যুবক, ভাবতে পারবেন না
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement