৮ বছর কোনও পুরুষের মুখ দেখেনি, অথচ তারপরেও গর্ভবতী ‘শার্লট’; সবার প্রশ্ন ‘বাবা কে’?

Last Updated:

দক্ষিণ ক্যালিফোর্নিয়া সাগর হল স্টিং রে মাছেদের প্রাকৃতিক আবাসস্থল। এই মাছটিকে সেখান থেকে প্রায় ৩৭০০ কিলোমিটার দূরের একটি অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে।

৮ বছর কোনও পুরুষের মুখ দেখেনি, অথচ তারপরেও গর্ভবতী ‘শার্লট’; সবার প্রশ্ন ‘বাবা কে’? (Photo: Wikimedia Commons)
৮ বছর কোনও পুরুষের মুখ দেখেনি, অথচ তারপরেও গর্ভবতী ‘শার্লট’; সবার প্রশ্ন ‘বাবা কে’? (Photo: Wikimedia Commons)
দীর্ঘ ৮ বছর কারও সঙ্গে কোনও সম্পর্ক নেই। অথচ তারপরেও গর্ভবতী। মানুষের মধ্যে এমন ঘটনা বিরল। কিন্তু প্রাণীদের মধ্যে? এমনটাই ঘটেছে মার্কিন মুলুকের নর্থ ক্যারোলিনার একটি অ্যাকোয়ারিয়ামে। চমকে গিয়েছেন কর্মকর্তারা। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্যারোলিনায়। এই নিয়ে চলছে মুচমুচে চর্চা।
একটি বিশাল স্টিং রে মাছ ৪ সন্তানের জন্ম দিতে চলেছে। না, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গত ৮ বছর ধরে ওই স্টিং রে মাছ একটি ট্যাঙ্কে একাই থাকে। অ্যাকোয়ারিয়ামের কর্মকর্তাদের মাথায় হাত। তাঁরা ভাবছেন, গর্ভবতী তো হল, কিন্তু সন্তানদের বাবা কে?
advertisement
advertisement
দক্ষিণ ক্যালিফোর্নিয়া সাগর হল স্টিং রে মাছেদের প্রাকৃতিক আবাসস্থল। এই মাছটিকে সেখান থেকে প্রায় ৩৭০০ কিলোমিটার দূরের একটি অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে। গত ৮ বছরে স্টিং রে প্রজাতির কোনও পুরুষ মাছ ওই অ্যাকোরিয়ামে রাখা হয়নি। তাহলে মাছটি গর্ভধারণ করল কীভাবে? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন কর্তৃপক্ষ।
হেন্ডারসনভিলের অ্যাকোয়ারিয়াম অ্যান্ড শার্ক ল্যাবের নির্বাহী পরিচালক ব্রেন্ডা রামারও বিস্মিত। গত সপ্তাহেই তাঁরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, শার্লট নামের স্টিং রে মাছ গর্ভবতী হয়েছে। পোস্টে গর্ভাবস্থার ঘটনাকে ‘বিজ্ঞানের রহস্য’ বলে আখ্যা দেওয়া হয়। বলা হয়, ‘ট্যাঙ্কে কোনও পুরুষ স্টিং রে মাছ ছিল না। তারপরেও শার্লট গর্ভবতী’! ওই পোস্টে শার্লটের আলট্রাসাউন্ড রিপোর্টের ছবিও দেওয়া হয়। অস্ট্রেলিয়ার জুয়েট অ্যাকোয়ারিয়ামের ডা. রবার্ট জোন্স আলট্রাসাউন্ড পরীক্ষা করেন।
advertisement
অন্য একটি পোস্টে অবশ্য শার্লটের এভাবে গর্ভবতী হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ডাঃ রবার্ট জোন্স। সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই দাবি অস্বীকার করেছে। তবে কিছু বিশেষজ্ঞরা বলছেন, শার্লট অ্যাকোয়ারিয়ামের ৫টি ছোট হাঙ্গরের যে কোনও একটির সঙ্গে মিলিত হয়েছিল। ফলে গর্ভবতী হয়ে পড়েছে।
advertisement
তবে এই দাবিকেও খারিজ করে দিচ্ছেন অনেকে। তাঁদের মতে, পার্থেনোজেনেসিসের কারণে শার্লটের গর্ভবতী হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে মহিলা নিষেক ছাড়াই নিজেকে ক্লোন করে। অনেক পোকামাকড়, মাছ, উভচর, পাখির মধ্যে এমনটা দেখা যায়। তবে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে নয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৮ বছর কোনও পুরুষের মুখ দেখেনি, অথচ তারপরেও গর্ভবতী ‘শার্লট’; সবার প্রশ্ন ‘বাবা কে’?
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement