Viral News: চার বছর বয়সী শিল্পীর আঁকা রাজকুমার হ্যারির ছবি বিকোল লক্ষাধিক টাকায়! শিল্পীর পরিচয় জানলে অবাক হয়ে যাবেন!

Last Updated:

বর্তমানে খুব অল্প বয়সেই চিত্রশিল্পী হিসেবে জগৎজোড়া খ্যাতি সে-দিনের সেই ছোট্ট ছানাটির। শুধু তা-ই নয়, এই শিল্পীর চিত্র কর্ম বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়।

#ViralNews: কয়েক বছর আগের কথা। কষাইখানা থেকে ছোট্ট ছানাটিকে বাঁচিয়ে নিজের কাছে নিয়ে এসেছিলেন জোয়্যান লেফসন (Joanne Lefson)। কিন্তু কে ভেবেছিল যে, সেই শিশুই এক দিন কামাল করবে। তার প্রতিভাই এক সময় তাক লাগিয়ে দেবে গোটা বিশ্বের মানুষকে।
এর পর কেটে গিয়েছে সময়। আর বর্তমানে খুব অল্প বয়সেই চিত্রশিল্পী হিসেবে জগৎজোড়া খ্যাতি সে-দিনের সেই ছোট্ট ছানাটির। শুধু তা-ই নয়, এই শিল্পীর চিত্র কর্ম বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়। সেই খুদে চিত্রশিল্পীটির নাম পিগকাসো (Pigcasso)। আর এই পিগকাসো হল মাত্র চার বছর বয়সী এক শুয়োর।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত বছর পিগকাসো এঁকেছিল রাজকুমার হ্যারি (Prince Harry)-র ছবি। আর সেই ছবি আঁকার কয়েক মিনিটের মধ্যেই তা বিক্রি হয়ে গিয়েছে ২৩৫০ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ২৮ হাজার ২৭৫ টাকা। ক্রেতা ছিলেন এক স্প্যানিশ ব্যক্তি।
advertisement
advertisement
শুধু রাজকুমার হ্যারির ছবিই নয়, আরও অনেক ছবি এঁকেছে পিগাসো। আর তার সেই সব চিত্র কর্ম বিকিয়েছে দেদার টাকায়। সূত্রের খবর, এর আগে এক বার পিগকাসো ব্রিটেনের রানির একটি ছবি এঁকেছিল, যা বিক্রি হয়েছে ২ লক্ষ টাকায়।
advertisement
বর্তমানে সে তার উদ্ধারকারী জোয়্যান লেফসনের সঙ্গে থাকে। দুজনে বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্রানশুক উপত্যকা (Franschhoek Valley)-র ফার্ম স্যাংচুয়ারি এসএ (Farm Sanctuary SA)-র বাসিন্দা। জোয়্যান লেফসনের বক্তব্য, পিগাসোর আঁকা ছবি বিক্রি করে এখনও পর্যন্ত প্রায় ৫০০০০ পাউন্ড আয় হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ হল ৪৮ লক্ষ ৫৪ হাজার ৩৪৫ টাকা। আর ছবি এঁকে পিগাসোর আয় করা সমস্ত টাকা ওই পশু খামারে বসবাসকারী পশুদের দেখভালের কাজে ব্যয় করা হয়। তিনি আরও বলেন যে, “আর ওর ওই ছবিটা তো পুরো রাজকুমার হ্যারির! যেটা এক স্প্যানিশ সংগ্রহকারী ভাল দামে কিনেছেন। ওই ক্রেতা আবার পিগাসোর খুব বড় ভক্ত।”
advertisement
পিগাসোর মতো প্রতিভাময়ী চিত্রশিল্পীর প্রশংসাতেও পঞ্চমুখ জোয়্য়ান। তাঁর কথায়, “পিগকাসো কিন্তু অন্যান্য শুয়োরদের থেকে একেবারেই আলাদা নয়। সে খুবই স্মার্ট, কৌতূহলী এবং প্রচন্ড বুদ্ধিমতী। তবে একটা ফারাক আছে। যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আর সেটা হল পিগকাসোর প্রতিভা! যখন পিগকাসো ছবি আঁকে, তখনই বোঝা যায় যে, বহু প্রতিভার অধিকারী সে!”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: চার বছর বয়সী শিল্পীর আঁকা রাজকুমার হ্যারির ছবি বিকোল লক্ষাধিক টাকায়! শিল্পীর পরিচয় জানলে অবাক হয়ে যাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement