১ লক্ষ টাকা জরিমানা! ছুটিতে সহকর্মীদের ফোন করে বিরক্ত করলে 'শাস্তি' দেবে মুম্বইয়ের নামী কোম্পানি
- Published by:Raima Chakraborty
Last Updated:
ছুটি চলাকালীন অফিস থেকে ফোন করে বিরক্ত করার এই প্রবণতাকে 'শায়েস্তা' করতে অদ্ভুত পন্থা নিয়েছে ভারতীয় এক কোম্পানি।
#মুম্বই: সারা বছর খাটাখাটনির পর আপনি বেড়াতে গিয়েছেন। আর সেই ছুটির মাঝেই যদি আপনাকে অফিস থেকে বার বার ফোন করে কাজের কথা বলা হয়, ছুটি কমিয়ে ফিরে আসতে বলা হয়, কেমন লাগবে আপনার? বছরশেষে প্রিয়জনদের সঙ্গে সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখার সময় বা পাহাড়ের কোলে সূর্যোদয় দেখার মুহূর্তে অফিসের অযাচিত ফোন সত্যিই বিরক্তিকর বেশিরভাগের কাছেই।
গুরুত্বপূর্ণ ফোন, মিটিং বা প্রয়োজনীয় কাজ বলে অনেক সময়ই ছুটির ফাঁকে কম-বেশি এমন ভাবে বিরক্ত হতে হয়ে কর্মীদের। তাই ছুটি চলাকালীন অফিস থেকে ফোন করে বিরক্ত করার এই প্রবণতাকে 'শায়েস্তা' করতে অদ্ভুত পন্থা নিয়েছে ভারতীয় এক নামী কোম্পানি। আর সেই খবর আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ঘুম ভাঙতেই উত্থিত লিঙ্গ স্বাস্থ্যের জন্য ভাল না খারাপ? পুরুষরা অবশ্যই জানুন
ভারতে খুবই পরিচিত মুম্বইস্থিত কোম্পানি 'ড্রিম ইলেভেন'। এখানে ভার্চুয়াল খেলাধুলোর সুযোগ পাওয়া যায়। ব্যবসা হয়। সেই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ভবিত শেঠ সিএনবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর সংস্থা ছুটিতে থাকা কোনও কর্মীকে ফোন করে সহকর্মীরা বিরক্ত করলে তার শাস্তি হিসেবে জরিমানা ঠিক করেছে। যেমন-তেমন কোনও অঙ্ক নয়, একেবারে কচকচে এক লক্ষ টাকা জরিমানা হবে সেই কর্মীর। এমনই দাবি ভবিত শেঠের।
advertisement
advertisement
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে পারদ চড়েছে ভালই, তবে কি শীত এবার শেষ? জানুন আবহাওয়ার আপডেট
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিতে নিয়ম রয়েছে, বছরে অন্তত ৭ দিন ছুটি নিতেই হবে প্রত্যেক কর্মীকে। ভবিত শেঠ সাক্ষাৎকারে বলেছেন, 'ড্রিম ইলেভেন বিশ্বাস করে ড্রিমস্টার (কর্মী)-দের রিল্যাক্স করার, রিচার্জ হওয়ার এবং উজ্জীবিত হয়ে ফিরে আসার প্রয়োজনীয়তা রয়েছে। তবে তাঁরা সেরাটা দিতে পারবেন।' ছুটির সময় কোনও কর্মীকে ফোন করে বিরক্ত করলে অপর কর্মীকেই জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি।
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 12, 2023 2:28 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১ লক্ষ টাকা জরিমানা! ছুটিতে সহকর্মীদের ফোন করে বিরক্ত করলে 'শাস্তি' দেবে মুম্বইয়ের নামী কোম্পানি